সুন্নী জগৎ pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালা কলমের সপথ উল্লেখ করেছেন। এ কলম দ্বারা হয়ত লেখকের কলম এর কথা বোঝানো হয়েছে, যার সাথে ধর্মীয় ও পার্থিব মঙ্গল ও উপকারীদী সম্পৃক্ত; অথবা সর্বোচ্ছ কলম এর কথা বোঝানো হয়েছে, যা একটা নূরী কলম, আর সেটার দৈর্ঘ আসমান ও জমীনের মধ্যবত্তী দুরত্বের সমান।
সেটা আল্লাহর নির্দেশে লওহ-ই- মাহফুজ (সংরক্ষিত ফলক এর উপর ক্বিয়ামত পর্যন্ত ঘটমান সমস্ত বিষয় লিপিবদ্ধ করেছে।) অর্থাৎ আদম সন্তানদের কার্যাদির সংরক্ষণকার ফিরিশতাদের লেখনীর শপথ। তার অনুগ্রহ ও দয়া সর্বাঙ্গীন অবস্থা ঘিরে রয়েছে।
আরও দেখুনঃ সুন্নী জাগরণ pdf বই ডাউনলোড
তিনি আপনাকে মহা পুরস্কার ও অনুগ্রহ প্রদান করেছেন। নবূওয়ত ও হিকমত প্রজ্ঞা দান করেছেন, পরিপূর্ণ কথা শিল্প সমৃদ্ধ বাক শক্তি পূর্ণাঙ্গ বিবেক শক্তি নির্মূল ও পন্দনীয় চরিত্র দান করেছেন। সৃষ্টি জন্য যে পরিমান পূর্ণতা সম্ভব সবই পূর্ণাঙ্গতম রূপেই দান করেছেন। প্রত্যেক ধরণের দোষ ক্রটি থেকে এ উচ্ছ গুন সম্পন্ন সত্বাকে পবিত্র রেখেছেন।
এতে কাফেরদের ঐ উক্তি খন্ডন করা হয়েছে, যা তারা বলেছিল। অর্থাৎ ওহে, যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, নিশ্চয় তিনি উন্মাদ ) (ঘ) রিসালাতের প্রচার, নবুয়ত প্রকাশ করা, সৃষ্টিকে আল্লাহ তায়ালার প্রতি আহবান করা এবং কাফেরদের এসব অসার কথাবার্তা, অপবাদ আরোপ করা ও সামালোচনা করার উপর ধের্য ধারণ করার জন্য।
আরও দেখুনঃ সদরুল আমীন সাকিব রিভিউ সমগ্র pdf বই ডাউনলোড
(ঙ) হযরত উম্মুল মুমিনীন মুমিনদের মাতা হযরত আয়েষা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে নবীপাকের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বলছেন, বিশ্বকুল সর্দার সাল্লাল্লাহু তা আলা আলায়হি ওয়া সাল্লামের চরিত্র হচ্ছে পবিত্র কোরআন। হাদীস শরীফে আছে, বিশ্বকুল সর্দার সাল্লাল্লাহু তা আলা আলায়হি ওয়া সাল্লাম ইরশাদ করেন।
আল্লাহ তাআলা আমাকে উন্নত চরিত্র ও সুন্দর কার্য্যাদিকে পরিপূর্ণ এবং পূণাঙ্গতার জন্য প্রেরণ করেছেন। (চ) অর্থাৎ মক্কবাসীগণও, যখন তাদের উপর শাস্তি অবতীর্ণ হবে। (ছ) ধর্মীয় ব্যাপারে, তাদের প্রতি বিবেচনা করে। (জ) যে মিথ্যা ও ভিত্তিহীন কথাবার্তায় উপর শপথ করার ক্ষেত্রে দুঃসাহসী।
আরও দেখুনঃ সাব্বির আহমেদের কলম থেকে pdf বই ডাউনলোড
নিচে সুন্নী জগৎ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 16.5 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ