সুবোধ pdf বই ডাউনলোড।সুবোধ থেকে আব্দুল্লাহ। একজন ব্যক্তি। একটি চরিত্র। উম্মাহর ক্রান্তিকালে অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে এলে, প্রবৃত্তিপুজার জীবন ছেড়ে গুরাবার জীবন অবলম্বন করলে কোন গরণের নির্মম পরিস্থিতির সম্মুখীন হতে হয়-বাস্তবতার সেই সকরুণ চিত্র ফুঠে উঠেছে আলী আব্দুল্লাহ ভাইয়ের সুরোধে। এটা শুধু এক সুবোধের কল্পিত জীবনধারা নয়, বরং এতে আদতে এক সুবোধ প্রতিনিধিত্ব করছে হাজারো সুবোধের।
আশা করি, বইটি ইসলাম প্রিয় মানুষদের ভালো লাগবে এবং দ্বীনের পথে অবিচন থাকার প্রেরণা জোগাবে।বক্ষ্যমাণ বইয়ে উপন্যাসের পিঠে ভর করে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু বারতা এবং উত্তম কিছু নির্দেশনা। ব্যক্তিগতভাবে বইটি আমাকে দারুণভাবে চমৎকৃত করেছে। সুবোধ এককালে ওদের থাকলেও সুবোধ এখন আমাদের।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন pdf বই ডাউনলোড
- ইন দ্যা হান্ড অব তালেবান pdf বই ডাউনলোড
- সেপালকার ইন লাভ pdf বই ডাউনলোড
- আলোর কাফেলা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আলোর কাফেলা ২য় খন্ড pdf বই ডাউনলোড
এভাবে একদিন ইন শা আল্লাহ এ ধরণের প্রতিভাগুলো জাহিলিয়াত এবং অন্ধকার থেকে পূর্ণরূপে বেরিয়ে আসবে, আলোর মাঝেই তারা এবং তাদের পরবর্তী প্রজন্মরা বেড়ে উঠবে, রাযি রাহে রহমান ভি আওর শোখ রাহে শয়তান ভি-টাইপের ইসলাম-পালনের নিন্দনীয় পন্থার পরিসমাপ্তি ঘটবে।
ইসলামে রয়েছে দাওয়াহর নির্দেশ-পূর্ণ দীনের দাওয়াহ; আকিদা-মানহাজ, চিন্তা-চেতনা, আখলাক-চরিত্র, ইমান-আমলের দাওয়াহ; ঈমান বিল্লাহ এবং কুফর বিত তাগুতের দাওয়াহ; মিল্লাতে ইবরাহিম এবং আলওয়ালা ওয়াল বারার দাওয়াহ: আল্লাহ তাআলা রুবুবিয়্যাত-উলুহিয়্যাত-হাকিমিয়্যাতসহ পূর্ণ তাওহিদের দাওয়াহ।
আমরা আমাদের দাওয়া হয় অবহেলা করলেও ক্রসেডার এবং দাজ্জালের বাহিনীরা কিন্তু ঠিকই ওদের দাওয়াহ অব্যাহত রাখবে, সুযোগে-কৌশলে নীল নকশা অনুসারে ওরা ওদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করবে। এভাবে ক্রমশরা পৃথিবীটা ওদের হয়ে যাবে এবং ইসলামের অনুসারীদের জন্য তা বসবাসের অযোগ্য আবাসস্থল হিসেবে বিবেচিত হবে। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে তার ভেতর স্বভাবগতভাবে সত্য গ্রহণের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন।
তাই আমরা যদি উদ্যোগী হই, উর্বর মাটিতে দীনের বীজ বপন করি, তাহলে আমাদের সুবোধরা জাহিলিয়াতকে ত্যাগ করে পুনরায় ইসলামে ফিরবে এবং অন্যাদের জন্যও হিদায়াতের আলোকবর্তিকায় পরিণত হবে ইন শা আল্লাহ। দাওয়াহ কোনো দল-গোষ্ঠীর একচ্ছত্র অধিকারভুক্ত সম্পত্তি নয়; বরং প্রতিটি মুসলিমই একেকজন দায়ি। নিজের ঘর থেকে শুরু করে জাতির কর্ণদার পর্যন্ত প্রত্যেককে ইসলামের দিকে, তাওহিদের আহ্বান করা এবং প্রত্যেকের সামনে তাগুত এবং জাহিলিয়াতের অসারতা খুলে খুলে বর্ণনা করা আমার, আপনার এবং সকলের দায়িত্ব।
নিচে সুবোধ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমর্পন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 15. MB |
প্রকাশ সালঃ | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | আলী আব্দুল্লাহ |
অনুবাদকঃ |