সূরাতুস স্বালাত pdf বই ডাউনলোড। বক্ষমাণ পুস্তিকাটি সেই অনুধাবন ও চিন্তা-গবেষণারই একটি অংশমাত্র, যার আদেশ মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, অর্থাৎ আমি এ কল্যাণময় গ্রন্থ তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বুদ্ধিমান ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ। (সূরা স্বাদ ২৯ আয়াত)।
অনুধাবন ও চিন্তা-গবেষণার উদ্দেশ্য হল, কথার পশ্চাতে, তার শেষে এবং তাতে শামিল ও তার সম্ভাব্য পরিণতি তথা ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে একটু থেমে গভীরভাবে ভাবা। মহান আল্লাহ কুরআন অনুধাবরনের ব্যাপারে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন।
আরও দেখুনঃ সবরের পুরস্কার pdf বই ডাউনলোড
তিনি বলেছেন, অর্থাৎ, তবে কি তারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ? (সূরা মুহাম্মাদ ২৪ আয়াত)। মুফাসসির ক্বুরতুবী উক্ত আয়াত তথা অনুরূপ আরো অন্যান্য আয়াত থেকে দলীল গ্রহণ করে কুরআনের অর্থ জানার জন্য তা নিয়ে চিন্তা ভাবনা করা ওয়াজেব বলেছেন। *(তফসীর কুরতুবী,সূরা নিসার ৮২নং আয়াতের তফসীর, ইরাবুল কুরআন আন-নাহহাস ১/৪৭৪)।
সালাত একমাত্র আমাদের জান্নাতের যাওয়ার চাবি।
পক্ষান্তরে কুরআন নিয়ে চিন্তা-ভাবনা বর্জন করার জন্য মহান আল্লাহ কাফেরদের নিন্দা করেছেন, তিনি বলেছেন, অর্থাৎ তবে কি তারা এই বাণী অনুধাবন করে না? অথবা তাদের নিকট কি এমন কিছু এসেছে, যা তাদের পূর্বপুরুষদের নিকট আসেনি? (সূরা মুমিনূন ৬৮আয়াত)।ৎ
আরও দেখুনঃ সূরা মাঊন এর শিক্ষা pdf বই ডাউনলোড
সুতরাং প্রত্যেক ভারপ্রাপ্ত মানব-দানব সকলের জন্য জরুরী হল কুরআন সম্বন্ধে চিন্তা-গবেষণা করা, তা অনুধাবন করা এবং এই প্রিয় গ্রন্থের আয়াতসমূহের অর্থ বঝা, যার ব্যাপারে মহান আল্লাহ বলেন, অর্থাৎ, সম্মুখ অথবা পশ্চাৎ হতে মিথ্যা এতে প্রক্ষিপ্ত হতে পারে না। এ প্রজ্ঞাময়, প্রসংসার্হ আল্লাহর নিকট হতে অবতীর্ণ। (সূরা হা-মীম সাজদাহ ৪২ আয়াত)।
সুতরাং আমাদের উচিত, আমাদের অন্তরের তালা ভেঙ্গে ফেলা এবং অন্তরের উচিত, আল্লাহর রূহ ও নূর থেকে নিজের খোরাক সংগ্রহ করা। তিনি বলেন, অর্থাৎ এভাবে আমি নিজ নির্দেশে তোমার প্রতি অহী (প্রত্যাদেশ)। করেছি রূহ। তুমি তো জানতে না গ্রন্থ কি, ঈমান কি। পক্ষান্তরে আমি একে করেছি, এমন আলো, যার দ্বারা আমি আমার দাসদের মধ্যে যাকে ইচ্ছা পথ-নির্দেশ করি। (সূরা শূরা ৫২ আয়াত)।
আরও দেখুনঃ সহীহ মাসনূন ওযীফা pdf বই ডাউনলোড
নিচে সূরাতুস স্বালাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সালাত বিষয়ক বইয়ের সাইজঃ 1.19 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আব্দুল হাকীম বিন আব্দুল্লাহ আল-ক্বা সীম অনুবাদঃ আব্দুল হামীদ আল ফাইযীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ