সেকুলারিজম pdf বই ডাউনলোড। সেকুলারিজমের উদ্ভব হয় খ্রিষ্টীয় সমাজে রেনসাঁযুগে ইউরোপে। খ্রিষ্টান ধর্মযাজকদের কার্যকলাপের প্রতিক্রিয়া reaction হিসেবে সেকুলারিজমের জন্ম। যেহেতু সেকুলারিজমের জন্মের পশ্চাতে Background ধর্মযাজকদের কার্যকলাপ জড়িত তাই প্রাসঙ্গিকভাবে খ্রিস্টধর্ম ও যাজকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করা হচ্ছে।
খ্রিস্টীয় বা ঈসায়ী সাল হযরত ঈসা আঃ এর জন্মের বছর থেকে গণনা করা হয। হযরত ঈসা আঃ এর জন্ম হয় ফিলিস্তিনের বেথেলহামে। তার মায়ের নাম মারিয়ম Mary।
আরও দেখুনঃ স্পেনের রূপসী কন্যা pdf বই ডাউনলোড
মারিয়মের পিতামাতা অত্যন্ত ধার্মিক, খোদাভীরু ও ন্যায়পরায়ণ ছিলেন। মারিয়ামের মা হান্না গর্ভকালীন অবস্থায় আল্লাহকে উদ্দেশ করে বললেন, হে আমার প্রতিপালনক, আমার গর্ভে যা আছে তা একান্ত আপনার উদ্দেশ্যে উৎসর্গ করলাম। সে আপনার কাজে সম্পুর্ণরুপে নিয়োজিত থাকবে। আপনি কবুল করুন। আপনি শোনেন ও জানেন।
মারিয়ামের জন্ম লাভের পর তার মা বলরেন, হে আমার প্রতিপালক আমি কন্যা সন্তান প্রসব করেছি। আমি অভিশপ্ত শয়তান থেকে তারঁ ও তার বংশধরদের জন আপনার আশ্রয় প্রার্থনা করছি। (সুরা : আলে ইমরান, আয়াত-৩৬)। হযরত জাকারিয়া আঃ ছিলেন আল্লাহ নবী। তিনি জেরুসালেমের বায়তুল মাকদিসের তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি মারিয়ামের আপন খালু হন।
আরও দেখুনঃ হাজীগণ কেন মদীনায় যাবেন pdf বই ডাউনলোড
মারিয়াম জাকারিয়া আঃ এর তত্ত্বাবধানে একটি কমরায় প্রতিপালিত হচ্ছিরেন এবং এবাদতের মাধ্যমে দিনযাপন করছিলেন। তিনি যখন পূর্ণ যৌবনপ্রাপ্ত । এ সময় একদিন একদল ফেরেশতা তারঁ সম্মুখে এলেন এবং তাকে উদ্দেশ করে বললেন, হে মারিয়াম-আল্লাহ তোমাকে উচ্চসম্মানে মহিমান্বিত করেছেন, পবিত্রতা দান করেছেন এবং সমগ্র পৃথিবীর মহিলাদের উপর তোমার প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করে ।
তোমাকে তার নিজের কাজের জন্য বাছাই করেছেন। হে মারিয়াম, আল্লাহ তোমাকে তারঁ এক বাণীর সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে ঈসা বিন মারিয়াম। ইহ ও পরকারে তিনি হবেন সম্মানিত। তাকেঁ আল্লাহ তায়ালার নিকটবর্তী বান্দাদের মধ্যে গণ্য করা হবে। তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবেন।
আরও দেখুনঃ আল কুরআনের শৈল্পিক সৌন্দর্য pdf বই ডাউনলোড
নিচে সেকুলারিজম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ প্রত্যয় প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 5.86 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ অধ্যাপক ফজলুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ