হজ সফরে সহজ গাইড
হজ সফরে সহজ গাইড pdf বই ডাউনলোড। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর তাআলার জন্য । অসংখ্যা দরূদ ও সালাম তাঁর নবী মুহাম্মদ এর উপর নাযীল হোক । ইম সাক্ষ্য দিচ্ছি , আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই এবং ইম সাক্ষ্য দিচ্ছি ।
মুহাম্মদ তাঁর প্রেরিত বান্দা ও রাসূল অ আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দ্বীন ইসলাম এবং তাঁর দ্বীনের অনুসারীদের আদর্শ পরিচয় মুসলিম । একটি হজ্জ প্রশিক্ষন উপস্থপনা [প্রেজেন্টেশন] তেরি করা ছি ল । আমার মূল লক্ষ্য ।
আরও দেখুনঃ মুসলিম বিজ্ঞানী pdf বই ডাউনলোড
ইচ্ছা ছিল বিভিন্ন হ্জ প্রশিক্ষনে তা উপস্থপনা করবো । আলহামদুল্লিাহ ! বেশ কিছু হজ্জ প্রশিক্ষনে এই উপস্থাপনাটি প্রদর্শন করতে সাক্ষম হয়েছি । কিন্তু পরবর্ততে এটিকে বইয়ে রূপ দেয়াটা আমার মত একজন নবীণ লেখকের জন্য ছিল একটি বড় চ্যালেন্জ ।
আলহামদুল্লিাহ লিল্লাহ ! আল্লাহর ইচ্ছা ও সাহায্যে হজ্জযাত্রীদের শিক্ষা ও সেবার উদ্দেশ্যে দীর্ঘ ১১ মাস পরিশ্রমের পর ২০১৩ ইং সালে এই হজ্জ নির্দেশিকার প্রথম সংস্করন বের করতে সক্ষম হয়েছিলাম অ এরপর বেশ কয়েকবছর পরিমার্জন করার পর এই সংস্করনটি বের করতে সচেষ্টা হই যার ফল এই বইটি । আমি হজ্জ করার সময় একটি অত্যধুনিক।
আরও দেখুনঃ মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড
পরির্পূন্য ও সহীহ হজ্জ গাইড়ের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম , সেই অনুভব থেকেইে এই বই লেখা । আমি যখন বুঝতে পারলাম , হজ্জযাত্রীরা সাধারনত দুই একটা বই পড়ে অথবা মানূষের মুখের কথা শুনে হজ্জ সম্পর্কে জানার চেষ্টা করেন অ কিন্ত এর মধ্যে কোনটি সঠিক আর কোনটি ভূল সেটা একবারো চিন্তাও করেন না ।
কেউ কেউ আবার শুদ্ধতা যাচাই করার বিষয়টি জানার চিন্তাও করেন না । এই উপলদ্ধি থেকেই আমি স্ব – শুদ্ধতা যাচাই বরার বিষয়টি প্রনোদিত হয়ে এই হজ্জ গাইড় সংকলনের কাজ শুরু করি । আমার লক্ষ্য ছিল ইসলামী শরীয়ারহর নীতিমালা যথাযথভাবে অনুসরন করে একটি নিরর্ভযোগ্য ও সহীহ গাইড তৈরি করা । সে লক্ষ্য সামনে রেখেই এই নির্দেশিকায়ে আমি সঠিক
আরও দেখুনঃ জয়িফ জাল হাদীস খন্ড-৪র্থ pdf বই ডাউনলোড
নিচে হজ সফরে সহজ গাইড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ হজ সম্পর্কিত বিষয়ক বইয়ের সাইজঃ 16.7 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ মোঃ মোশফিকুর রহমান অনুবাদঃ মুহাম্মদ মাসুম বিল্লাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ