হযরত আবূ হূরায়রা
হযরত আবূ হূরায়রা pdf বই ডাউনলোড। হঠাৎ করেই ও আমার সামনে এসে হাজির হলো । কিন্তু ওর লম্বা উন্নত শিরটা আজ ঝুঁকে আছে বাঁকানো ধনুকের মতো । আমি আতকে উঠলাম । বোঝাই যাচ্ছে , কোনো ঝড়োতান্ডব বয়ে গেছে ওর উপর দিয়ে । ্ওর বিধ্বস্ত চেহারা ও বেদনা মলিন চোখের দিকে তাকিয়ে আমি অবাক চোখে তাকিয়ে রইলাম ।
ও কিছু বলার আগেই একরাশ উদ্বেগ নিয়ে আমি জানতে চাইলাম – ‘কেনো ? কেনো তুমি ওখানে গিয়েছিলে ? কেনো তুমি নিজেকে জড়ালে ? নীরব ক্লান্ত দৃষ্টিতে ও আমার দিকে তাকালো । বড়ো অস্থির – করা দৃষ্টি । বড় বেদনা – সঞ্জাত দৃষ্টি । কিন্তু মুখে ও কিছু উচ্চারণ করল না ।
আরও দেখুনঃ সভ্য পৃথিবীর ঋন স্বীকার pdf বই ডাউনলোড
বরং বাসা মুখো হাটাঁ শুরু করল । আমি কথা না বলেই দ্রুত উঠে দাড়ালাম । এ অবস্থায় ওকে একা ছাড়া মোটেই নিরাপদ মনে হচ্ছে না । আমিও সঙ্গে বের হলাম । ও খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছে । একরাশ আসহায় প্রশ্ন বুকে ধারণ করে আমি নীরবে ওকে কাছে ঘেঁষে অনুসরণ করে চলেছি । রাতের নির্জন প্রহর । চারদিকে সুনসান নীরবতা ।
জীবনী ও কর্ম
ওর বুকের ভিতর লুকোনো সর্বগ্রাসী বেদনার একটা অস্ফূট শব্দছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না । ওর চোখে একটা কিছু ছিল । যা অন্ধকারে আমি পড়তে পারছিলাম না । অথবা তীব্র ব্যথায় তা ছিলো অস্বচ্ছ । খুব বেশী দিন নয় মাত্র কয়েকটা মাস ও নিখোজ ছিলেন।
আরও দেখুনঃ নারীর প্রাকৃতিক রক্তস্রাব pdf বই ডাউনলোড
কিন্তু মনে হয়েছে যেনো বছর বছর ও আমদের মাঝে ছিলোনা । আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয়েছে কয়েক যুগের পর্দা যেনো আমাদের মাঝে েআড়াল হয়ে দাড়িয়েছিলো । অনেক সময় এমন মনে হয়-ই । হঠাৎ কারেনা সাথে কিছু দিন দেখা না হলে পরে যখন তার মুখো মুখি হই , মনে হয় মানুষ টা কতো বদলে গেছে ! যেনো অন্য কেউ ।
আমি বাড়ি পর্যন্ত পৌছেঁ দিলাম । বাড়ির আঙ্গিনায় প্রবেশ করতেই সবাই ছুটে এলো ্ওকে অনেক দিন পর ফিরে পেয়ে স্বাগত জানাতে । সবাই সালাম দিচ্ছিল উদ্বেগভরা কন্ঠে । ব্যথাঝরা অভিব্যক্তিতে । কিন্তু ওর পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না । কেবল বিভ্রান্ত চোখে আশ- পাশে তাকাচ্ছিলো ।
আরও দেখুনঃ সংক্ষেপিত ইযহারুল হক pdf বই ডাউনলোড
নিচে হযরত আবূ হূরায়রা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 4.51 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ রিজাউল করীম ইসলামাবাদী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ