হযরত তালহা বিন ওবায়দুল্লাহর দানশীলতা pdf বই ডাউনলোড। হযরত সায়্যিদুনা ইমাম শামসুদ্দিন মুহাম্মাদ বিন আহমদ জাহাবী বর্ণনা করেন; একবার হযরত সায়্যিদুনা তালহা বিন ওবায়দুল্লাহ এর নিকট রাতে হাদরামাউত থেকে সাত লাখ হিরহাম এসে পৌঁছলে তিনি খুব অস্তির হয়ে গেলেন। তারঁ সম্মানীত স্ত্রী আরয করলেন: আলীজাহ! আপনার কি হয়ে গেলো? বললেন: আমি চিন্তিত।
যেই বান্দার রাত আল্লাহ তাআলার দরবারে ইবাদতের মধ্যে অতিবাহিত হয়, ঘরের মধ্যে এই পরিমাণ সম্পদের উপস্থিতিতে আজ তার দরবারে কিভাবে উপস্থিত হবো? আপনি আপনার গরীব বন্ধুদের কথা কেন ভুলে যাচ্ছেন? সকাল হওয়া মাত্রই তাদেরকে ডেকে সমস্ত সম্পদ তাদের মাঝে বন্দন করে দিন। তিনি বললেন: আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুন, আপনি তো নেককার পিতার নেককার কন্যা।
আরও দেখুনঃ অশ্রুর বারিধারা pdf বই ডাউনলোড
প্রিয় ইসলামী ভাইয়েরা জেনে নিন, এই নেককার পিতার নেককার কন্যা আর কেউ নন, বরং আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দিক এর শাহজাদী এবং চোখের মণি। অর্থাৎ হযরত সায়িদ্যদাতুনা উম্মে কুলছুম ছিলেন:- এমনকি সকাল হওয়া মাত্রই হযরত সায়্যিদুনা তালহা বিন ওবায়দুল্লাহ ।
আমাদের দানশীল হতে হবে এবং কি অন্ধকারের মত যেন কেউ না দেখে ।
মুহাজির ও আনসার সাহাবায়ে কিরামগণের মধ্যে সম্পদ বন্টন করা শুরু করে দিলেন এবং এর থেকে কিছু অংশ আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা আলী মুরতাদ্বা শেরে খোদা এর খিদমতে পাঠিয়ে দিলেন বন্টন করার সময় তিনি এর সম্মানীত স্ত্রী তিনি কে আযর করলেন।
আরও দেখুনঃ নেককার বদকার লোকের মৃত্যু কিভাবে হবে pdf বই ডাউনলোড
হে আবু মুহাম্মাদ! এই সম্পদের মধ্যে আমাদের কি কোন অংশ রয়েছে? তিনি বললেন: আপনি কোথায় ছিলেন?। ঠিক আছে যেগুলো অবশিষ্ট রয়েছে. তা আপনি নিয়ে নিন বললেন- যখন আমি এর হিসাব করলাম, তখন সাত লাখ থেকে শুধুমাত্র এক হাজার দিরহাম অবশিষ্ট ছিলো
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! আমাদের প্রিয় আক্বা, উভয় জাহানের দাতা, মক্কী মাদানী মুস্তফা এর প্রিয় সাহাবী হযরত সায়্যিদুনা তালহা বিন ওবায়দুল্লাহ এর মধ্যে দানশীলতা ও ইছারের উৎসাহ উদ্দীপনা কি পরিমাণ ভরপুর ছিলো। সাধারণত মানবীয় স্বভাবের মধ্যে এই কথা বিদ্যমান যে, যখন তার কাছে কোন জায়গা থেকে অধিক সম্পদ এসে যায়। গল্পটি পড়তে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
আরও দেখুনঃ বিশেষ বয়ান ১ম খন্ড pdf বই ডাউনলোড
নিচে হযরত তালহা বিন ওবায়দুল্লাহর দানশীলতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 1.69 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ