হাদিস সম্ভার
হাদিস সম্ভার pdf বই ডাউনলোড। মুআয জাবাল রাঃ বলেন, একদা আমি উফাইর নামক এক গাধার পিঠে নবী করীম সাঃ এর পিছনে সওয়ার ছিলাম। তিনি বলেন, হে মুআয! তুমি কি জান, বান্দার উপর আল্লাহর অধিকার এবং আল্লাহর উপর বান্দার অধিকার কি? আমি বললাম, আল্লাহ ও তারঁ রাসুল অধিক জানেন।
তিনি বলেন, বান্দার উপর আল্লাহর অধিকার হল এই যে, বান্দা একমাত্র তারই ইবাদত করবে এবং তারঁ সাথে কোন কিছুকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার অধিকার হল এই যে, তার সাথে যে কোন কিছু কে শরীক করে না তাকে আযাব না দেওয়া।
আরও দেখুনঃ কারবালায় কি ঘটেছিল pdf বই ডাউনলোড
উষমান রাঃ কর্তৃক বর্ণিত, নবী সাঃ বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই এ কথা জানা অবস্থায় মারা যাবে, সে জান্নাত প্রবেশ করবে। [মুসলিম ১৪৫,আহমাদ ৪৬৪] মুআয বিন জাবাল রাঃ কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসুল সাঃ বলেছেন, যার শেষ কথা লা -ইলাহা ইল্লাল্লহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুআয রাঃ কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাঃ বলেন।
প্রায় চার হাজার হাদিসের সমাহার ।
যে ব্যক্তি সত্য-চিত্তে ইখলাসের সাথে আশহাদু আল্লাহ ইলা-হা ইল্লাল্লাহু, অআন্না মুহাম্মাদর রাসুলুল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসাইয়িব রাঃ কর্তৃক বর্ণিত, নবী সাঃ এর পিতৃব্য আবু তালেবের যখন মরণকাল উপস্থিত হয়, তখন তিনি তাকেঁ বলেছিলেন, হে পিতৃব্য !।
আরও দেখুনঃ মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব pdf বই ডাউনলোড
আপনি লা-ইলাহা ইল্লাল্লাহ বলুন-এটা এমন এক কালিমা যাকে আল্লাহর নিকট আপনার মুক্তির জন্য দলীল স্বরূপ পেশ করব। আবূ মালিক তারঁ পিতা থেকে বর্ণনা করে বলেন, আমি শুনেছি, রাসূলুল্লাহ সাঃ বলেছেন, যে ব্যক্তি লা-েইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই।
বলবে এবং আল্লাহ ব্যতীত পূজ্যমান যাবতীয় ব্যক্তি ও বস্তু অস্বীকার ও অমান্য করবে, তার জান ও মাল অবৈধ হয়ে যাবে। (অর্থাৎ সে ইসলামী রাষ্ট্রে নিরাপত্তা লাভ করবে। ) আর তার হিসাব আল্লাহর উপর। আনাস বিন মালিক রাঃ কর্তৃক বর্ণিত, আল্লাহর রসুল সাঃ বলেছেন এবং তার হৃদয়ে যবের দানা পরিমাণ মঙ্গল ঈমান আছে।
আরও দেখুনঃ তাফসীরে তাওযীহুল কুরআন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে হাদিস সম্ভার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরী বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 14.0 MB প্রকাশ সালঃ ২০১৫ ইং বইয়ের লেখকঃ শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ