হাদীছের গল্প
হাদীছের গল্প pdf বই ডাউনলোড। গল্প, কবিতা, সঙ্গীত ইত্যাদি শিল্প ও সাংস্কৃতিক উপকরন মানুষের স্বভাবজাত অন্তঃক্রিয়ার এক চিরন্তন অংশ। জাতি ধর্ম নির্বিশেষে সকল সমাজ ও সংস্কৃতির একটি বিরাট অংশ দখল করে রয়েছে চিত্তবিনোদনের এ সকল বিমূর্ত উপকরণ।
যা মানুষেকে নিরন্তর কর্মপ্রেরণা যোগায় সভ্যতা ও মননশীলতা শেখায়, জীবনকে অনেক অর্থপূর্ণ করে তোলে। ইসলামের দুই অভ্রান্ত সত্যের উৎস পবিত্র কুরআন ও ছহীহ হাদিছে মানব জীবন পরিচালনার পথ ও পদ্ধতি প্রদর্শিত হওয়ার সাথে সাথে নানা সামাজিক ও সাহিত্যিক উপকরণের রসদ ওযোগন দেয়।
আরও দেখুনঃ হাদীসের আলোকে আদর্শ স্বামী pdf বই
তাই দেখা যায় পূর্ববর্তী জাতিসমূহের কার্যক্রম ও জীবন-যাপন পদ্ধতি সম্পর্কে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে বহু কাহিনী বর্নিত হয়েছে। যার একমাত্র উদ্দেশ্য জ্ঞান হাছিল করা যার একমাত্র উদ্দেশ্য জ্ঞান হাছিল করা ও তা থেকে উপদেশ গ্রহন করা এ সম্পর্কে পবিত্র কুরআনে এসেছে, অতেএব তুমি কাহিনী বর্ণনা কর, যাতে তাড়া চিন্তা -ভাবনা করে [আরাফ ১৭৬]।
আল্লাহ আরো বলেন, তাদের এ কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের সত্যায়নকারী এবং বিশ্বাস স্থাপন করে! (ইউসুফ ১১১)। অন্য আয়াতে তিনি বলেন,এতে তোমার নিকট এসেছে সত্য, মুমিনদের জন্য শিক্ষা ও স্মরণিকা (হুদ ১২০)।
আরও দেখুনঃ সৃষ্টিতত্ত্ব ও বিজ্ঞান pdf বই ডাউনলোড
এ সকল আয়াত থেকে স্পষ্ট ভাবে প্রতিভাত হয় যে, পূর্ববর্তীদের কাহিনীসমূহ জানা এবং মানুষের কাছে তা প্রচার করা কেবল প্রয়োজনীয়ই নয় বরং অপরিহার্য। এতে একদিকে যেমন চিত্তেবিনোদন হয়, অন্যদিকে তেমনি খুলে যায় শিক্ষা ও উপদেশ গ্রহনের একটি উপভোগ্য দুয়ার।
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে মানবেতিহাসের এমন বহু ঘটনা বর্নিত হয়েছে যাতে মানুষের জন্য অপরিমেয় জ্ঞান ও উপদেশভান্ডার লুকিয়ে রয়েছে । বাংলাভাষী পাঠকরা এ সকল ঘটনা বাজারে প্রচলিত বিভিন্ন গ্রন্থে হয়তবা ইহিমধ্যেই পাঠ করেছেন। কিন্তু সেসব ঘটনা অনেক সময বিকৃত আকারে বর্ণনা করা হয়েছে অথবা জাল-যঈফ কাহিনী মিশিয়ে চটকদার রূপ দেয়া হয়েছে।
আরও দেখুনঃ হাদীস পড়ো জীবন গড়ো pdf বই ডাউনলোড
নিচে হাদীছের গল্প pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ হাদীস বিষয়ক বইয়ের সাইজঃ 1.75 MB প্রকাশ সালঃ 2012 ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now