হাদীসের নূর ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড । আবূ হুরায়রা রাযিঃ রাসুর সাঃ এর ইরশাদ নকফ করেন, কোনো ব্যাধি ছোঁয়াচে বা সংক্রামক শ্রেণীর নেই, কোনো রোগ সম্পর্কে ঐরূপ আকীদা-বিশ্বাস পোষণ করবে না। অশুভ লক্ষণ বা অমঙ্গলের চিহৃরূপেও কিছু নেই, ঐরূপ আকীদা-বিশ্বাস পোষণ করবে না।
পেচাঁ সম্পর্কে যেসব অলীকে ধারণা প্রচলিত রয়েছে উহার কোনো বাস্তবতা নেই। সফর মাসকে অশুভ মনে করা এর কোনো ভিত্তি নেই। অবশ্য কুষ্ঠরোগী থেকে দুরে থাকো যেরূপ বাঘ থেকে দুরে থাকার চেষ্টা করে থাকো। (বুখারী ২:৮৫০ খন্ড ২৩৪পৃ:২২৮৯নং হাদীস)
আরও দেখুনঃ হে আমার মুসলিম ভাই pdf বই ডাউনলোড
উসামা রাযিঃ আবূ সায়ীদ রাযিঃ এর নিকট থেকে বর্ণনা করেছেন যে, নবীজী সাঃ একদা প্লেগ রোগের উল্লেখ করে বললেন,বস্তুতঃ ইয়া অতীতকালের কোনো এক সম্প্রদায়ের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে প্রেরিত আযাব ছিল। এই রোগের মহামারীতে সেই সম্প্রদায় ধ্বংস হবার পর উহার অবশিষ্ট ধরা-পৃষ্টে রয়ে গেছে, যা কোনো সময় লুকায়িত থাকে, কোনো সময় প্রকাশ পায়।
হাওলা সহ।
কোনো অঞ্চলে এই রোগ বিস্তারের সংবাদ পেলে তথায় যাবে না এবং স্বীয় অবস্থান অঞ্চলে রোগের মহামারী দেখা দিলে উহা থেকে পলায়ন করার উদ্দেশ্য ঐ অঞ্চল ত্যাগ করে যাবে না। এই ভেবে যে, ই স্থান থেকে চলে গেলে ঐ রোগ থেকে বাচাঁ যাবে অন্যথায় বাচাঁ যাবে না। (বুখারী ২:১০৩২ ৯ম খন্ড ২৪২ পৃ: ৫২০৩ নং হাদীস,)।
আরও দেখুনঃ আল্লাহর দল ও শয়তানের দল pdf বই ডাউনলোড
প্লেগ রোগ সম্বন্ধে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষ্যঃ (Bacillus)নামক জীবাণূ দ্বারা এ রোগ সংক্রামিত হয়। ঈঁদুর থেকে এ রোগের সৃষ্টি হয় মহামারীরূপে। প্রথমে ইঁদুর আক্রান্ত হয়। দেখেতে দেখতে ইঁদুর নির্বংশ হয়। যখন ইঁদুর মারা যায় তখন মাছি এ রোগের জীবাণূ বহন করে ইঁদুরের উপর পড়ে। ইঁদুর মারা যায় তখণ মাছি এ রোগের জীবাণু বহন করে ইদুঁরের উপর পড়ে।
ইঁদুর না পেলে মানব শরীরে বসে ও জীবাণু ঢুকিয়ে দেয়। ৩-১০ দিনের মধ্যেই রোগী ভয়ানক আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হয়। এ রোগে আক্রান্ত হলে গ্রাম উজার হয়ে যায়। নবীজী সাঃ সাবধান করে দিয়েছেন সেখানে যেতে, সেখানে প্লেগে আক্রান্ত রোগী আছে। আবার আক্রান্তদেরকে নিষেধ করেছেন সেখান থেকে পালিয়ে সুস্থ সমাজে ঢুকতে ।
আরও দেখুন মুসলিম কি চার মাযহাবের pdf বই ডাউনলোড
নিচে হাদীসের নূর ও আধুনিক বিজ্ঞান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 10.4 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ আইয়ুব আলী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ