হাদীস শাস্ত্রের ইতিহাস
হাদীস শাস্ত্রের ইতিহাস pdf বই ডাউনলোড। দ্বীনের উৎস হিসেবে পবিত্র কুরআনের পরই হাদিসে পাকের স্থান। হিদায়তের যেই প্রস্রবনের মুখ থেকে আল-কুরআন নিঃসৃত সেই পবিত্র মুখ দিয়ে হাদিসের বাণী ও উৎসারিত। উৎপত্তির স্থল দিক দিয়ে কুরআন ও হাদীসের বাণী এক ও অভিন্ন।
তবে উভয়ের মধ্যে পার্থক্য শুধু এটুকু-কুরআন মজিদ হলো (প্রকাশ্য ঐশী বাণী) আর হাদিসের নববী হলো অপ্রকাশ্য ঐশী বাণী। আর হাদিস কুরআনের ব্যাখ্যা করে মাত্র। ধর্মের এ দুটি মূলনীতেকে কোনআনের পরিভাষায় কিতাব ও হিকমত বলে উল্লেখ করেছেন।
আরও দেখুনঃ হাদীস সংকলনের ইতিহাস pdf বই ডাউনলোড
আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন- হে হাবীব (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আল্লাহ তালা আপনার নিকট কিতাব ও কুরআনের আইন মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন। (তোমাদের প্রভুর পক্ষে যা কিছু তোমাদের নিকট অবতীর্ণ হয়েছে, তোমরা তা অনুসরণ কর) তেমনি ভাবে নিম্নলিখিত আয়াতসমূহেও হাদিসের বিধান অনুসরণ করার জন্য নির্দেশ করেছেন-
ক) নিশ্চয়ই তোমাদের জন্য রসুলুল্লাহ দঃএর জীবনে রয়েছে উত্তম নমুনা।
খ) যে ব্যক্তি রসুলের আনুগত্য করে, সে আল্লাহকে আনুগত্য করে।
গ) তোমরা আমাকে অনুসরণ কর, তবে আল্লাহ তালা তোমাদের সহিত ভালবাসা স্থাপন করবে।
সাহাবাগণ যেভাবে আল্লাহর পবিত্র কালাম প্রচার -প্রসার ও হিফাজতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, ঠিক তেমনি ভাবে তারা বিশ্বনবীর হাদীসের অনুসন্ধান ও প্রচারভিযান ও পরিচালনা করেছেন। হযরত ওমর বিন আবদুল আযীয (রহঃ) এ সম্পর্কে মন্তব্য করে বলেছেন-ধর্মীয় জ্ঞান বিজ্ঞান বিস্তরের ক্ষেত্রে তারা নিজেদের আত্মও অর্থ উৎসর্গ করে দিয়েছেন।
আরও দেখুনঃ মহা প্লাবনের কাহিনী pdf বই ডাউনলোড
মহানবীর যুগে পূর্ণাঙ্গ আল-কুরআনের সংরক্ষণ পদ্ধতি যেভাবে সাহাবাদের স্মৃতিশক্তি ও ধীশক্তির উর অধিকতর নির্ভরশীল ছিল, ঠিক তেমনিভাবে হাদিসের পুর বিন্যাস ও রক্ষণাবেক্ষণ ও তাদের প্রখর স্মৃতিশক্তি ও কন্ঠ শক্তির উপর নির্ভর করা হতো।
ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজ কুরআন শহীদ হওয়ার কারণে কুরআন সংরক্ষনের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দীক রাঃ শংকাবোধ করেন।
নিচে হাদীস শাস্ত্রের ইতিহাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মুহাম্মদী কুতুবখানা বইয়ের ধরণঃ হাদীসের ইতিহাস বইয়ের সাইজঃ 24.6 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ মুফতী আমীমুল ইহছান মুজাদ্দেদী রহ. অনুবাদঃ মাওলানা মুহাম্মদ আমিনুর ইসলামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ