হায়াতে আহমাদুল্লাহ pdf বই ডাউনলোড। রিয়াজ উস্ সালাতীন ফার্সি গ্রন্থের বঙ্গানুবাদ ‘বাংলার ইতিহাস’ পুস্তকের ১৫ পৃঃ- অতীতের মুক্তাসম কাহিনীসমূহের মূল্য নির্দ্ধারণ কারীদের অবগতির জন্য জানানো
যাচ্ছে যে, ইতিহাস বেত্তাদের অনেকে বর্ণনা করেছেন,
হযরত নূহ পয়গম্বর আরো তিন পুত্র হাম, তাঁর পুতপবিত্র পিতার অনুমতি অনুযায়ী (পৃথিবীর) দক্ষিণ দিকে মনুষ্য বসতির জন্য মনস্থ করেন। সেই উদ্দেশ্য কার্য্যকরী করার জন্য তিনি তাঁর পুত্রদের দিকে দিকে মানুষের বসতি স্থাপনের জন্য প্রেরণ করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
তাঁর (হামের) প্রথম পুত্রের নাম হিন্দ; দ্বিতীয়ের নাম সিদ্ধ, তৃতীয়ের নাম হাবাশ; চতুর্থের নাম জানাষ; পঞ্চমের বার্বার; এবং ষষ্ঠের নাম নিউবাহ। যে সকল স্থানে তারা উপনিবেশ স্থাপন করেন, সেগুলির নাম তাঁদের নামানুষারে রাখা হয়েছে। জ্যৈষ্ঠ সন্তান হিন্দুস্থানে আসার দরুন এই অঞ্চলের নাম তাঁর নামানুসারে রাখা হয় ।
সিন্ধু, জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে এসে সিন্ধুদেশে বসতি স্থাপন করায় এই অঞ্চলের নামতারই নামানুসারে সিন্ধু রাখা হয়।
হিন্দের চার পুত্র ছিল- প্রথম পুরব, দ্বিতীয় বঙ্গ, তৃতীয় দখিন, চতুর্থ নাহারওয়াল । এরা যে যে অঞ্চলে উপনিবেশ স্থাপন করেন, তাঁর প্রত্যেকটির নাম তাঁদেরই প্রত্যেকের নামানুসারে রাখা হয় ।
হিন্দের পুত্র দখিনের তিন পুত্র ছিল এবং দখিন দেশটি তাঁদের মধ্যে তিন ভাগে বিভক্ত হয়। এই তিন পুত্রের নাম ছিল সারহাট, কানার ও তালং।
দক্ষিণ দেশবাসী সকলে এদের বংশধর এবং এখনও পর্যন্ত এই জাতি (বা গোষ্ঠি) এই অঞ্চলে প্রাধান্য বিস্তার করে আছে। এবং নাহার ওয়ালের ছিল তিন পুত্র, বাব্রুজ, কানোজ ও মালরাজ। এদের নামানুসারে নগরী সমূহের নামকরণ করা হয়েছে।
হিন্দের জ্যেষ্ঠ পুত্র পুরবের বিয়াল্লিশটি (৪২) পুত্র ছিল। অল্পকালের মধ্যে এদের বংশ বৃদ্ধি হয় ও তাঁরা বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেন এবং যখন তাঁদের সংখ্যা খুব বেশী হয়ে গেল, তখন তারা সমগ্র এলাকার পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য নিজেদের মধ্য থেকে একজন প্রধান নিযুক্ত করে। হিন্দের পুত্র বং (বঙ্গ) এর সন্তানেরা বাংলায় উপনিবেশ স্থাপন করেন।
নিচে হায়াতে আহমাদুল্লাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 24.5 MB |
প্রকাশ সাল | ১৯৯৯ সাল |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ মোবারক আলী রহমানী |
বইয়ের অনুবাদকঃ |