হারাম গনতন্ত্র
হারাম গনতন্ত্র pdf বই ডাউনলোড।যুগে যুগে বাতিল তার চেহারা পরিবর্তন করেছে, নতুন রূপ নতুন চক্রান্ত নয়ে এসেছে। কিন্তু হক একই আছে তার ভাষা একই, দাবিও একই- আল্লাহ ছাড়া কোন সত্যিকার ইবাদতের যোগ্য কেউ নেই।
কিন্তু আমাদের এই জামানায় আপাতদৃষ্টিতে মনে হচ্ছে কলমের কালি বা প্রতিবাদী রক্ত ফুরিয়ে আসছে। তদুপরি, হক তার জবান বন্ধ করে নি, রক্তও তার নিজের ধারায় প্রবাহিত হচ্ছে। আর অপরদিকে, আল্লাহর বিধানকে অস্বীকারকারী আর মিথ্যুক ভন্ড ঈমানদারের সংখ্যা বেড়েই চলেছে।
আরও দেখুনঃ সন্তান জন্মের পর করনীয় pdf বই ডাউনলোড
মহান আল্লাহ বলেন, আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না {আল বাকারাহঃ ৮-৯}।
আজকের সমাজে আল্লাহ বিধান ত্যাগ করে মানব রচিত বিধানকে জাতীর সমাধান মনে করা হয়। অথচ আল্লাহ আমাদের জন্য কি বিধান ভুল দিয়েছেন? এমন দাবির ব্যাপারে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। গনতন্ত্রের বাস্তবতা সম্পর্কে বলতে গেলে বিষয়টিকে সহজে এভাবে তুলে আনা যায়।
আরও দেখুনঃ ইসলাম ভঙ্গের কারণ সমূহ pdf বই ডাউনলোড
আল্লাহ বলেন, যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য” [আল বাকারাহঃ১৬৫] গণতন্ত্র বলে, জনগণই সকল ক্ষমতার উৎস।আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই। [ইউসুফ] গনতন্ত্র বলে, আইন প্রণয়নের ক্ষমাত জনগণ, সংসদ, মন্ত্রী-এমপির। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সার্বভৌমত্বের মালিক। আলে ইমরাসঃ২৬ গনতন্ত্র বলে।
সার্বভৌমত্বের মালিক জনগন। আল্লাহ বলেন, হে নবী আপনি যদি অধিকাংশের রায়কে মেনে নেন তাহলে তারা দ্বীন থেকে বিচ্যুত করে ছাড়বে {আল-আন আমঃ ১১৬} গনতন্ত্র বলে, অধিকাংশ লোকের রায়ই চুড়ান্ত সিদ্ধান্ত যদিও তা আল্লাহর আদেশের বিরুদ্ধে হয়। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। (আল বাকারাহঃ ২৭৫)
আরও দেখুনঃ ষাঁড়নামা pdf বই ডাউনলোড
আরও দেখুনঃ
নিচে হারাম গনতন্ত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.13 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ