হারাম বস্তু
হারাম বস্তু pdf বই ডাউনলোড। পূত-পবিত্র মহান আল্লাহ কিছু কাজ ফরয করেছেন, যা নষ্ট করা বৈধ নয়। কিছু সীমা নির্ধারিত করেছেন, যা লঙ্গন করা জায়েয নয় এবং কিছু বস্তু হারাম করেছেন, যাতে পতিত হওয়া ঠিক নয়। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আল্লাহ তারঁ গ্রন্থে যা হালাল করেছেন।
তা-ই হল হালাল এবং যা হারাম করেছেন, তা-ই হল হারাম। আর যেগুলো সম্পর্কে তিনি নীরবতা অবলম্বন করেছেন, তা কেবল দয়াপূর্বক, ভুলে গিয়ে নয়। অতএব আল্লাহর দয়অকে তোমরা গ্রহণ করে নাও। তিনি অবশ্যই ভুলেন না। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন।
আরও দেখুনঃ বিশ্ব মানবতার অভিশাপ pdf বই ডাউনলোড
যার অর্থ আপনার পালনকর্তা বিস্মৃত হওয়ার নন। (ইমাম হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। আর আল্লামা আলবানী হাদীসটিকে হাসান বলেছেন।) শরীয়তের হারাম জিনিসগুলো হল মহান আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমা। এই হল আল্লাহ কর্তৃক বেধেঁ দেওয়া সীমা। অতএব এর ধারে কাছেও যেও না। সরা বাক্বরাহঃ ১৮৭ তাকে আল্লাহ ধমক দিয়েছেন, যে তারঁ সীমা অতিক্রম করে এবং তারঁ হারামকৃত জিনিসে পতিত হয়।
কতিপয় হারাম বস্তু যা অনেকে নগন্য ভাবে, তা থেকে সতর্কতা অপরিহার্য।
যেমন তিনি বলেন, অর্থাৎ যে কেউ আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করে এবং তারঁ সীমা অতিক্রম করে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। আর তার জন্য হবে অপমানজনক শাস্তি। (সুরা নিসাঃ১৪) ।
আরও দেখুনঃ কোরআনই সমস্যার সমাধান pdf বই ডাউনলোড
হারাম জিনিস থেকে বিরত থাকা যে অপরিহার্য, তা রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিম্নের বাণীর দ্বারা প্রমাণিত. অর্থাৎ যে জিনিস থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে তোমার বিরত থাক। আর যা করতে আদেশ করেছি, তা সাধ্যানুসারে কর।
(মুসলিম) তবে বাস্তবে যা লক্ষ্য করা যায় , তা হল এই যে, অনেকে যারা স্বীয় প্রবৃত্তির পূজা করে, মন যাদের দুর্বল এবং জ্ঞান যাদের স্বল্প, তারা যখন বার বার হারাম জিনিসের কথা শোনে, তখন তারা অস্তির হয়ে এইভাবে তাদের বেদনা প্রকাশ করে যে, প্রত্যেক জিনিসিই হারাম? এমন কোন জিনিস নেই যাকে তোমরা হারাম বল না।
আরও দেখুনঃ হারাম রুজি ও রোযগার pdf বই ডাউনলোড
নিচে হারাম বস্তু pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 5.87 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ