হায়াতুস সাহাবা ১ম খন্ড
হায়াতুস সাহাবা ১ম খন্ড pdf বই ডাউনলোড। ইসলামই একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম তখা সমগ্র মানব জাতির জন্য একমাত্র কয়িয়ারী ও মুক্তির পথ। আর ইসলাম শুধুমাত্র গুটিকয়েক আমল যথা-নামায, যাকাত, রোজা ও হজ্ব পালনের নাম নহে বরং ঈমানিয়াত, দেল-দেন ও কায়করবার, সামাজিক ও ঘরোয়া আচার -ব্যবহার এবং আখলাক বা চরিত্রিক সকল বিষয়ে। তথা সামগ্রিক জীবনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার সাহাবা রাঃ দের আর্দশে আদর্শবান হইয়া চলার নামই ইসলাম।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর বিশ্বাস ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহ তায়ালার মহব্বত ও সন্তুষ্টি একমাত তাঁহারই অনুকরন ও অনুসরনের মধ্যে নিহিত বলিয়া কোরআন পাকের ঘোষিত হইয়াছে। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত-পবিত্র জীবনার্দশ অনুধাবনের একমাত্র মাধ্যমে ও উহার প্রথম বাহক হইলেন সাহাবায়ে কেরাম রাঃ ।
আরও দেখুন হায়াতুস সাহাবা বাকী খন্ডঃ
- হায়াতুস সাহাবা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ১ম খন্ড pdf বই
- ইসলামই তোমার আসল ঠিকানা pdf বই ডাউনলোড
কারন তাঁহারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে সরাসরি শিক্ষা লাভ করিয়াছেন। নবুওতের সূর্যকিরন সরাসরি তাহাদেরই উপর পড়িয়াছে। সাহাবায়ে কেরাম রাঃ দের মুবারক জামাতকে আল্লাহ তায়ালা তাঁহার নভীর সাহার্চযের জন্য বাছাই করিয়াছেন। তাঁহারাই দ্বীন ইসলামের প্রথম প্রচারক। আল্লাহ তায়ালা আপন কালামে পাকে তাহাদের প্রতি সন্তুষ্টি হওয়ার কথা ঘোষনা করিয়াছেন।
হয়রত আবদুল্লাহ্ ইবনে মাসউদ রাঃ বলিতেন, যে ব্যক্তি দ্বীনের পথে চলিত চাহে সে যেন সেই সকল লোকদের অনুসরন করে যাহারা অতীত হইয়া গিয়াছেন। তার তাঁহারা হইলেন হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাঃ । কারন তাঁহারা এই উম্মতের শ্রেষ্ঠ ভাগ। তাহাদের অন্তর ছিল অত্যন্ত পবিত্র ও তাঁহাদের জ্ঞান ছিল সর্বাপেক্ষা গভীর ।
তাঁহাদের মধ্যে কোন প্রকার কৃত্রিমতা ছিল না, আল্লাহ তায়ালা আপন নবীর সহচর্য ও তাঁহার দ্বীন প্রচারের জন্য তাঁহাদিগকে বাছাই করিয়াছেন।। অতএব তাঁহাদের সম্মানকে স্বীকার করিয়া তাঁহাদের পদাঙ্ক অনুসরন কর। তাঁহাদের আখলাক ও আদর্শকে মজবুত করিয়া ধর। কারন তাঁহারা হেদায়েতের উপর ছিলেন।
নিচে হায়াতুস সাহাবা ১ম খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুল কিতাব বইয়ের ধরণঃ সাহাবায়ে কেরামদের জীবনী বর্ণনা বইয়ের সাইজঃ 19.6 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী রহঃ অনুবাদঃ হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়েরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ