হিজাব বা পর্দা
হিজাব বা পর্দা pdf বই ডাউনলোড। সম্ভবতঃ আপনার সবাই লক্ষ্য করছেন যে , আজকাল অনেক দেশের মুসলমাদের মধ্যেই একটি বিশেষ মুমিবত ও ফিতনা প্রসার লাভ করেছে না ।
পর্দাহীন ভাবে বাইরে বেরোছেন এবং শনীবারে যে সকল অঙ্গ-প্রতঙ্গ ও সৌন্দর্য স্থান আল্লাহর প্রকাশ করা নিষেদ করেছেন সে সকল স্থানের ।নেক কিছই তারা প্রকাশ করতে পারছেন । নিঃ সন্দেহে এই পর্দাহীনতা একটি কঠিন পাপ ও জঘন্য ।
আরও দেখুনঃ তাহারাত pdf বই ডাউনলোড
এ হলো আল্লাহর শাস্তি ও গজবে পতিত হবার অন্যতম কারন হলো ।পর্দাহীনতার ফলে সমাজে অশ্লিলতার প্রকাশ পায়, অপরাধ সংঘটিত হতে থাকে , লজ্জ ও সভ্রমবোধ লোপ পায় এবং অন্যায় -অনাচার ছড়িয়ে যাচ্ছে এবং ছড়িয়ে পড়ে । মুসলমাদের উপর দায়িত্ব হলো তারা নিজেরা আল্লাহকে ভয় করে তার নির্দেশিত পথে চলবেন।
উপরন্ত সমাজের অন্য সকলকে বিশেষতঃ নিজেদের অধিনস্থানে আল্লাহর পথে পরিচালিত করবেন । েএভাবে আল্লাহর গজব থেকে , তার কঠিন ও কঠর শাস্তি থেকে নিজেকে আত্নরক্ষা করতে পারবেন তাঁরা । বিশুদ্ধ হাদিসে রাসুল্লাল্লাহু -সাল্লাল্লাহু আলাইহি ওয়া – বলেছেন ঃযখন মানুষেরা অন্যায় দেখেও তার কোনো প্রতিরোধ করে না ।
আরও দেখুনঃ তালাক ও তাহলীল pdf বই ডাউনলোড
তখন তাদের যে কোন মুহূর্তে আল্লাহর শাস্তি তাদের সবাইকে গ্রাস করবে । [মুসনাদে আহমদ] মহান আল্লাহ পবিত্র কুরআন কারীমে বলেছেন । ইসরাইল সন্তানদের [ইহুদির] মধ্য থেতে যারা কুফরী করেছেন বা করছেন তারা দাউদ ও মরিয়ম পুত্র ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন একারনে যে তারা অবাদ্য হয়েছিলেন এবং সীমা যখন লঙ্ঘন করেছিলেন ।
এবং তাদের মধ্যে সংঘটিত অন্যায় ও গর্হিত কাজ থেকে তারা একে অপারকে নিষেদ করত না ্ তাদের এই আচরন ছিল অত্যন্ত নিকৃস্ত । মুসনাদে ইমাম আহমদ ও অন্যান্য হাদীসগ্রন্থে বর্নিত হয়েছে , আব্দুল্লাহ বিন মাসউদ – রাদিআল্লাহ আনহ- বলেছেন , হযরত রাসুল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপরে আয়াত দুটি তিলাওয়াত করে বলেন ঃ মহান আল্লাহর তায়ালার কসম করে বলছি যাঁর হাতে।
আরও দেখুনঃ আদাবুল মুফরাদ pdf বই ডাউনলোড
নিচে হিজাব বা পর্দা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 2.69 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শেখ আব্দুল আযিয বিন বায অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ