হিফয করতে হলে pdf বই ডাউনলোড। মুখস্থকরণের গুরুত্ব ও মাহাত্ব আকাশচুম্বি। একজন সফল ছাত্র ও সফল ব্যক্তি হতে হলে যেমন অত্যধিক পড়াশোনা ও অধ্যয়নের বিকল্প নেই, তেমনি তার অধ্যায়নকৃত জিনিস মুখস্থ করারও বিকল্প নেই। নিজেকে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হলে একাডেমিক তথ্যের পাশাপাশি এর বাইরেও বিভিন্ন বিষয়ের তথ্যের প্রাচুর্য্য মাধ্যমে নিজের মস্তিষ্ক সাজাতে হবে। এ ব্যাপারে যে যত বেশি সফলতার প্রমাণ রাখতে পারবে, সে তত জ্ঞানী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।
আমরা আমাদের মুসলিম জাতির ইতিহাসের দিকে লক্ষ করলে দেখতে পাই, মুখস্থকরণ মুসলিম জাতির ঐতিহ্য। মুখস্থকরণে মুসলিম জাতি যে-ইতিহাস সৃষ্টি করেছে, তা কখনও কোনো জাতি করতে সক্ষম হয়নি। এর প্রথম ভিত্তি স্থাপন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে জিবরীল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলে, তিনি তা মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুয়াত্তা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- মৃত্যুর ওপারে pdf বই ডাউনলোড
- জান্নাত লাভের সহজ আমল pdf বই ডাউনলোড
- অধ্যয়ন ও জ্ঞান সাধনা pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা তাকে বলে দেন, আপনার তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, মুখস্থ করানোর দায়িত্ব আমার। রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীদের বিভিন্ন উপায়ে মুখস্থ করার প্রতি উৎসাহ উদ্দীপনা জোগাতেন। এরই ধারাবাহিকতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিজরী শতক ছিল মুসলিম ইতিহাসের মুখস্থকরণের সোনালি শতক।
এ তিন শতকে ইসলাম, ইসলামের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-দীক্ষাসহ যাবতীয় জিনিস সংরক্ষণের মূল মাধ্যমে ছিল মুখস্থ। এ তিন শতকে মুসলিমদের কাছে কুরানুল কারীম মুখস্থ করা ছিল সাধারণ ব্যাপার। আমরা মলাটে আবদ্ধ যে-লাখো হাদীস দেখি, বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় যে লাখ লাখ হাদীস বর্ণনাকারীদের আদ্যোপান্ত জীবনী সাজানো হয়েছে।
ফিকহের কিতাবে যে লাখ লাখ ফাতাওয়া-মাসায়িল জ্বলজ্বল করছে, এছাড়াও অন্যান্য ইসলামী-শাস্ত্রের যেসব তথ্য-উপাত্ত আমাদের সামনে বিদ্যমান এরই সবই তারা মুখস্থের মাধ্যমে সংরক্ষণ করতেন। আরও বইটি পড়তে এবং জানতে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। যারা হিফজ সম্পর্কে জানতে চান অথবা হিফজ কিভাবে করবেন বুঝে উঠছেন না তাদের জন্য আশা করি উপকৃত হবেন।
নিচে হিফয করতে হলে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমকালীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 9.32 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল কাইয়্যুম সুহহিবানী |
অনুবাদকঃ |