হুযুর সাঃ এর ক্ষমতা pdf বই ডাউনলোড। প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ ১৪৩৭ হিজরীর রবিউল আউয়ালের ১২তম রাত। আল্লাহ্ তাআলার কাছে লাখ লাখ কৃতজ্ঞতা যে, যিনি আমাদের আবারো একবার এই মহান ফযীলত ও বরকত পূর্ণ পবিত্র রাত নসীব করিয়েছেন। এটা ঐ মহান রাত, যে রাতে মাহবুবে রব, সুলতানে আরব, রাসূলে আকরাম, নূরে মুজাস্সম, শাহে বনী আদম, নবীয়ে মুহতাশাম, শাহে আরব ও আযম, শফিয়ে উমাম, সারাপায়ে জু’দ ও করম,দাফেয়ে রঞ্জ ও আলম, রাসূলুল্লাহ্
দুনিয়ার শুভাগমন করেন।
হযরত সায়্যিদুনা শায়খ আব্দুল হক মুহাদ্দীস দেহলভী রহঃ বলেন: নিঃসন্দেহে রহমতে আলম, নূরে মুজাস্সম, রাসূলে আকরাম সাঃ এর শুভাগমনের রাত “লাইলাতুল কদরের” চেয়েও উত্তম। কেননা, বিলাদতের রাত হুযুর পুরনূর রাসূল সাঃ উনার এর এই দুনিয়াতে শুভাগনের রাত। যেহেতু “লাইলাতুল কদর” ছরকারে দোআলম, নূরে মুজাস্সম, রাসূলে মুহতাশম সাঃ কে প্রদত্ত (নেয়ামতরাজীর) মধ্যে একটি মাত্র রাত (নেয়ামত)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
আর যে রাত হুযুর পুরনূর রাসূল সাঃ এর “পবিত্র সত্তা” প্রকাশিত হওয়ার মাধ্যমে সম্মানিত, তা ঐ রাতের চেয়েও বেশি উত্তম, যে রাত ফিরিস্তা অবতীর্ণ হওয়ার মাধ্যমে সম্মানিত হয়েছে। (অর্থাৎ- শবে কদর) যখন সমগ্র বিশ্ব কুফরী, শিরক, পশুত্ব, বর্বরতার ঘোর অন্ধকারে আছন্ন হয়ে গিয়েছিল, ঠিক তখনি ১২ই রবিউল আউয়াল মক্কায়ে মুকাররমায় হযরত সায়্যিদাতুনা আমেনা রাঃআনহা এর পবিত্র ঘর থেকে এমন এক নূরের জ্যোতি বিচ্ছুরিত হলো।
যা সমগ্র বিশ্ব জগতকে আলোকিত করে দিলো। ভুলুণ্ঠিত মানবতা যার আগমনের প্রতীক্ষায় ব্যাকুল ছিল, সেই তাজেদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত, শময়ে বযমে হিদায়াত, হুযুর পুরনূর সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হয়ে এই পৃথিবীতে শুভাগমন করলেন। ১২ই রবিউল আউয়ালে আল্লাহ্ তাআলা নূর, রহমতে ভরপুর, হুযুর পুরনূর রাসূল সাঃ দুনিয়াতে শুভাগমন করার সাথে সাথেই কুফরী ও শিরকের মেঘ কেটে গেলো। ইরান সম্রাট ‘কিসরার’ প্রাসাদে ভূকম্পন হল তাতে ১৪টি গম্বুজ ধ্বংস হয়ে গেল, ইরানের যে অগ্নিকুণ্ড এক হাজার বছর ধরে জ্বলছিল তা হঠাৎ নিভে গেলো, সা’ওয়া নদী শুকিয়ে গেল, কা’বা শরীফে ভাববেগ (ওয়াজ্দ) এসে গেলো ।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজকের এই মহান নূরানী রাতে হযরত সায়্যিদাতুনা আমেনা রাঃআনহা । এবং এর বাগানে সুবাসিত ফুল, রাসূলে মাকবুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান ও মহত্বের মোবারক আলোচনা করে আমাদের সত্ত্বাকে রহমত ও বরকত দ্বারা পূর্ণ করার চেষ্টা করব। আজকের বয়ানে আমরা এটাও শুনবো যে, আল্লাহ্ তাআলা আমাদের আক্বা, দু’জাহানের দাতা, মক্কী মাদানী মুস্তফা সাঃ কে কি কি ক্ষমতা প্রদান করেছেন।
নিচে হুযুর সাঃ এর ক্ষমতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ভয়ান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.64 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |