হুযুর সাঃ এর ক্ষমতা pdf বই ডাউনলোড। আপনারা দেখলেন তো! বিশ্ব জগতের সৃষ্টি কর্তা আল্লাহ্ তাআলা তাঁর প্রিয় মাহবুব কে কিরূপ ক্ষমতা প্রদান করে ধন্য করেছেন যে, মুসলমানদের নিজস্ব ব্যাপারেও হুযুর কে হাকিম ও মুখতার বানিয়ে মুসলমানদেরকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যকে আবশ্যক করে দিয়েছেন।
এভাবে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই বিষয়েও ক্ষমতা প্রদান করা হয়েছে যে, যখনই চান, যেভাবে চাইবেন আদেশ প্রদান করুন এবং যে বিষয়ে চান, যখনি চান নিষেধ করে দিন। সদরুশ শরীয়া, বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমী বলেন: হুযুরে আকদাস অর্থাৎ যা হচ্ছেন আল্লাহ্ তাআলার একচ্ছত্র প্রতিনিধি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
সমস্ত জাগতকে হুযুর পুরনূর এর ক্ষমতার অধীনে করে দিয়েছেন। যা ইচ্ছা করুন, যেমন ইচ্ছা করুন, যাকে ইচ্ছা দান করুন, যার থেকে ইচ্ছা ফিরিয়ে নিন। সমস্ত জগতে তাঁর আদেশকে পরিবর্তনকারী কেউ নেই। সমস্ত জগত তাঁর প্রভাবাধীন (অর্থাৎ তাঁর আদেশের অনুগামী) এবং তিনি নিজের প্রতিপালক ছাড়া আর কারো প্রভাবাধীন নয়, সকল মানুষের মালিক।
যে তাঁকে নিজের মালিক মানবে না সে সুন্নাতের মিষ্টতা থেকে বঞ্চিত থাকে। সকল জমিন তাঁরই সম্পত্তি, সকল জান্নাত তারই নিষ্করবৃত্তি (অর্থাৎ উপহারস্বরূপ পাওয়া)। আসমান ও জমীনের সাম্রাজ্য হুযুরে আকরাম সাঃ এর হুকুমের অধীন, জান্নাত ও জাহান্নামের ঢাবি সমূহ তাঁরই পবিত্র হাতে সমর্পন করে দেয়া হয়েছে। রিযিক ও কল্যাণ এবং সকল দয়া দাক্ষিণ্য হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই দরবার থেকে বন্টন করা হয়ে থাকে।
নিচে হুযুর সাঃ এর ক্ষমতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বয়ান বিষয়ক |
বইয়ের সাইজ | 5.55 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |