হোসাইনী দুলহা pdf বই ডাউনলোড। ক্ষুব্ধ বাঘের মত উদ্যত তরবারি ও প্রাণহরা বল্লম হাতে রণক্ষেত্রে দ্রুত গতিতে এসে পৌঁছান। তখন ময়দানে শত্রুপক্ষ হতে একজন নামকরা বাহাদুর হাকম বিন তোফাইল, যে সৌর্যবীর্য প্রদর্শনে দাম্ভিক ভাবে রণক্ষেত্রে টহল দিচ্ছিল, হযরত সায়্যিদুনা ওয়াহাব প্রথম আক্রমণেই তাকে বললমবিদ্ধ করে এমনভাবে মাটিতে আছাড় দিলেন যে, তার সব হাড়গোড় ভেঙ্গে চুরমার হয়ে গেল।
এতে উভয় পক্ষে গুঞ্জন শুরু হয়ে গেল। শত্রুপক্ষে সুম্মুখযুদ্ধে অবতীর্ণ হওয়ার মত আর কেউ রইল না। সায়্যিদনা ওয়াহাব ঘোড়া দৌড়িঁয়ে দুশমনের ভেতর ঢুকে পড়েন। যেই মুকাবালা করার জন্য সামনে আসতো, তাকে বল্লমের আগায় বিদ্ধ করে মাটিতে লুটিয়ে দিতেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ pdf বই ডাউনলোড
- কুফরের পরিণতি pdf বই ডাউনলোড
- হিজবুত তাহরির pdf বই ডাউনলোড
- আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ভয়াবহ পরিণতি pdf বই ডাউনলোড
- ধন সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি pdf বই
এক পর্যায়ে বল্লম টুকরো টুকরো হয়ে যায়। এরপর খাপ থেকে তরবারি বের করে শত্রুদের গর্দন উড়িয়ে দিতে থাকে। শত্রুরা যখন যুদ্ধে একের পর এক সৈন্য হারাতে লাগল, তখন আমর বিন সা’আদ সৈন্যদের নির্দেশ দিল, ঐ যুবক যোদ্ধাকে চারপাশ থেকে ঘিরে আক্রশন করার ও একই সাথে আঘাত করার সুতরাং তারা তাই করল।
হোসাইনী দুলহা যখন চতুর্দিকে হতে আক্রমণের শিক্ষা হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কপট-হৃদয়ের জালিমরা তারঁ মস্তক মোবারক কর্তন করে হুসাইনী সৈন্যদের দিকে নিক্ষেপ করল। মা আপন কলিজার টুকরার পবিত্র মস্তকটিকে চুমুয় চুমুয় ভরে দিল আর বলতে লাগলেন, হে আমার পুত্র! হে আমার বাহাদুর বৎস! এবার তোমরা মা তোমার উপর সন্তুষ্ট।
তারপর পবিত্র মস্তকটি তিনি পুত্রবধুর কোলে সমর্পণ কররেন। নববধু একটি ঝাঁকুনি দিয়ে উঠেন। এমন সময় পত্যঙ্গের ন্যায় এই সুন্দর ফানুসের উপর পড়ে হোসাইনী দুলহার সাথে তারঁ প্রাণ একতা হয়ে যায়। আশা করি এই বইটি আপনাদের অনেক উপকৃত হবেন। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে হোসাইনী দুলহা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইমাম হুসাইন জীবনী বিষয়ক |
বইয়ের সাইজ | 1.20 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ ইলইয়াস আত্তার কাদিরী রযবী |
বইয়ের অনুবাদকঃ |