১২ মাসে করণীয় ও বর্জণীয়
১২ মাসে করণীয় ও বর্জণীয় pdf বই ডাউনলোড। হামদ ও সালাতের পর, আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে সমগ্র বিশ্ব জগতকে তাদের সেবায় নিয়োজিত করেছেন। মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে, ইবাদত করা ।
এই ইবাদত তথা সহীহ ঈমান ও নেক আমলের মধ্যেই মানুষের শান্তি ও কল্যাণ নিহিত। আর বিরুদ্ধাচরণের পরিনতিতে বেইজ্জতি, ধ্বংস ও জাহান্নাম অনিবার্য। মানব সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ তাআলা নিজ পরিচয় ও কুদরতের বর্ণনা দিয়ে তাদের থেকে নিজের প্রভূত্বের স্বাকারোক্তিমূলক অঙ্গীকার নেয়ার পর দুনিয়াতে তা পুনরায় স্মরণ করিয়ে দেয়ার জন্য যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী, রাসুল ও পয়গাম্বর আ.।
আরও দেখুনঃ ২১ দফা থেকে ৫ দফা pdf বই ডাউনলোড
সকল পয়গাম্বরের মৌলিক শিক্ষা ছিল এক ও অভিন্ন তারাঁ সকলেই এক আল্লাহর প্রতি ও হাশর-নাশরের প্রতি ঈমান এবং নেক আমল ইত্যাদি বিষয়ে দাওয়াত দিয়েছেন। ঈমান ও আমল উভয়টা মানুষের ইখতিয়ারভুক্ত বিষয়। সুতরাং, মেহনত মুজাহাদা ও কষ্ট-সাধনার মাধ্যমে উক্ত মহামূল্যবান দুটি বিষয়কে পরিপূর্ণভাবে লাভ করা এবং তা খুব মজবুত ও দৃঢ় করা প্রত্যেক মুসলমানের জন্যে অপরিহার্য।
আমাদের ১২ মাসে করণীয় এবং বর্জনীয় বিঝয়ে কিছু আমল উল্লেখ করা হলো।
আল্লাহর দরবারে মাসের যে হিসাব গ্রহনযোগ্য, সে হিসাব আল্লাহ আসমান- জমীন তৈরী করার আগেই করেছেন আর তা হলো এই চন্দ্র মাসের হিসাব। প্রথম আল্লাহ রাব্বুল আলআমীন বড় বড় কিছু মাখলুক সৃষ্টি করেলেন ছয় দিনে। কুরআনে যে সিত্তাতে আইয়্যাম বলা হয়েছে তা হলো আখেরাতের ছয় দিন।
আরও দেখুনঃ ১২ টি মাদানী কাজ pdf বই ডাউনলোড
ঐ ছয়দিনের চাদঁ-সুর্য সৃষ্টি হয়েছে। কিন্তু এর আগে চাদঁ সূর্য কিছুই সৃষ্টি হয়নি। তাই বুঝা যায় যে আল্লাহ কুরআনে যে ছয় দিনের কথা উল্লেখ করেছেন তা আখেরাতের ছয় দিন। অর্থাৎ এক দিন দুনিয়ার এক দুনিয়ার এক হাজার বছরের সমান।
এরপর আবার সাত দিনে মৌলিক সৃষ্টির মধ্যে আরো কিছু বিস্তারিত মাখলুক সৃষ্টি করলেন। মুসলিম শরীফে তা উল্লেখ আছে। পরবর্তী সাতদিনে চাদঁ-সুর্য মজুদ। তাই এই সাতদিন মানে দুনিয়ার সাত দিন। আর সপ্তম দিনে পুরা আদম জাতিরে পিতা হযরত আদমকে আঃ সৃষ্টি করলেন।
আরও দেখুনঃ আইলান কুর্দি ও মুসলিম উম্মাহ pdf বই ডাউনলোড
নিচে ১২ মাসে করণীয় ও বর্জণীয় বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 2.48 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুফতী মনসুরুল হক দা:বা অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ