২৮টি কুফরী বাক্য
২৮টি কুফরী বাক্য pdf বই ডাউনলোড।অভাব-অনটন, রোগ-শোক, মানসিক কষ্ট এবং আপন জনের মৃত্যুকে অনেক লোক আঘাতের আতিশয্যে কিংবা উত্তেজনায় এসে আল্লাহ পানাহ! কুফরী বাক্য বলে থাকে। আল্লাহ তাআলার বিরুদ্ধে আপত্তি করা।
তাকেঁ অত্যাচানী, অভাবী, পর-মুখাপেক্ষী অথবা অপারগ মনে করা কিংবা বলা, এসবই প্রকাশ্য কুফরী বাক্য। স্মরণ রাখবেন?শরীয়াতের অনুমতি ছাড়া জেনে বুঝে যে প্রকাশ্য কুফরী বাক্য বলে এবং অর্থ জানা সত্ত্বেও যে ব্যক্তি তাতে হ্যাঁ বলে।
আরও দেখুনঃ অন্তরের ১০টি রোগের বর্ণনা pdf বই ডাউনলোড
বরং এর পক্ষে যে ব্যক্তি মাথা নেড়ে সায় দেয়, দেও কাফির হয়ে যায়। এর বিবাহ -বন্ধনও বাইয়াত ভঙ্গ হয়ে যায় এবং জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায় । যদি হজ্ব আদায় করে থাকে, তবে তাও নস্ট হয়ে যায়। এমতাবস্থায় ঈমান নবায়নের পর (অর্থাৎ পুনরায় নতুন ভাবে মুসলমান হওয়ার পর) সামর্থ্যবান হওয়া সাপেক্ষে নতুন সুত্রে হজ্ব ফরফ হবে।
আপত্তি করে বলা: ঐ ব্যক্তি লোকদের সাথে যা কিছুই করুক, আল্লাহর পক্ষ থেকে তার জন্য পূর্ণ (FuLL)স্বাধীনতা রয়েছে। এইভাবে আপত্তি করে বলা: কখনো আমরা অমুকের সাথে সামান্য কিছু করলে আল্লাহ তৎক্ষনাৎ আমাদের পাকড়াও করে ফেলেন। আল্লাহর সর্বদা আমার শত্রুদের সহায়তা করেছেন।
আরও দেখুনঃ অন্তরের ১০টি গুণের বর্ণনা pdf বই ডাউনলোড
সর্বদা সবকিছু আল্লাহর সমীপে সমর্পণ করেও দেখেছি, কিছুই হয়না। আল্লাহ তাআলা আমার ভাগ্যকে এখনো পর্যন্ত সামান্য ভাল করলেন না। হয়তো তারঁ ভান্ডারে আমার জন্য কিছুই নেই। আমার পার্থিব আশা-আকাঙ্খা কখনো পূর্ণ হলো না। জীবনে আমার কোন দোআ কবুল হলো না। যাকে চেয়েছি সে দুরে চলে গেলে । আমার সব স্বপ্ন ভেঙ্গে গেলো। সব ইচ্ছাই অপূর্ণ রয়ে গেলো।
এখন আপনিই বলুন, আমি আল্লাহর উপর কীভাবে ঈমান আনব? এক ব্যক্তি আমাদেরকে অত্যাচারে অতিষ্ট করে রেখেছে। মজার কথা হচ্ছে, আল্লাহও এমন লোকদের সহায়তা করে থাকেন। যে ব্যক্তি বিপদে পড়ে বলে: হে আল্লাহ ! তুমি সম্পদ কেড়ে নিয়েছ। অমুক জিনিস কেড়ে নিয়েছ। এখন কি করবে? অথবা, এখন কি করতে চাও? কিংবা, এখন কি করার বাকী রয়েছে?-তার এ কথা কুফরী।
আরও দেখুনঃ ৩১৩ জন বদরি সাহাবীর নাম pdf বই ডাউনলোড
নিচে ২৮টি কুফরী বাক্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.82 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদা ইলইয়াস আত্তার কাদেরী রযবী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ