৫০টি দাম্পত্য টিপস
৫০টি দাম্পত্য টিপস pdf বই ডাউনলোড। সুন্দর সম্পর্কে নিজে থেকেই তৈরি হয় না, সেটি তৈরি করতে হয়। তাই আপনাকেরও সেটি তৈরি করতে হবে। কর্মক্ষেত্রেই যদি আপনার সবটুকু কর্মক্ষমতা নিঃশেষ করে ফেলেন, তাহলে আপনার দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে।
আপনার উৎফুল্ল আচরন হতে পারে আপনার জীবনসঙ্গী/জীবন সঙ্গীনির জন্য খুবই দামি একটি উপহার। কাউকে একইসাথে ভালোবাসা এবং ঘৃণা করা আপনার জন্য অসম্ভব নয়। আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গীনীর ব্যাপারে বন্ধুদের কাছে অভিযোগ করা থেকে বিরত থাকুন।
আরও দেখুনঃ ২০ রাকাতা তারাবীর হাদীস pdf বই ডাউনলোড
মনে রাখবেন বন্ধুদের প্রতিক্রিয়া আপনার দাম্পত্য সম্পর্কে বিপর্যয় ডেকে আনতে পারে। দাম্পত্য জীবনে তাই-নিয়ম যা দুইজনের পছন্দের ভিত্তিতে ঘটে। সাময়িক । সাময়িক ঝগড়া বিবাদের কারণে দাম্পত্য সম্পর্ক পুরোপুরি ধ্বংস হয়ে যয় না। মনের মধ্যে জমে থাকা চাপ ক্ষোভ আর যন্ত্রনাই দাম্পত্য জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয়।
দাম্পত্য সম্পর্ক কী পেলাম? এর হিসেব মেলানোর জন্য নয়। বরং সঙ্গী বা সঙ্গিনীকে কী দিতে পেরেছি তা-ই দাম্পত্য সম্পর্কের মূলকথা। জীবনসঙ্গী/জীবনসঙ্গীনী হিসেবে আমি সর্বোত্তম এমনটি মনে হওয়া অতি আত্মবিশ্বাসের লক্ষণ। এমনটি মনে হলে নিজেকে যাচাই করুন।
আরও দেখুনঃ অসুস্থ মানুষের জন্য দোয়া pdf বই ডাউনলোড
সংসারের ক্রমাগত আর্থিক সচ্ছলতা অর্থ এই নয় যে, দাম্পত্য জীবনও সুখের মধ্য দিয়ে কাটছে। যদি বিশ্বাস ভেঙ্গে গিয়ে থাকে, তাহলে সেই বিশ্বাস জোড়া দেওয়ার সময় এখনও পার হয়ে যায়নি। এজন্য যেকোন সময়ই উপযুক্ত সময়। অধিকাংশ ক্ষেত্রেই যা নিয়ে তর্ক হয় তা আসল বিষয় থাকে না।
ভালোবাসা কেবল অনুভুতি নয়: বরং আমাদের কাজের মাধ্যমেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। কেবিশ পাওয়ার আকাঙ্ক্ষা মনের হতাশা ও অতৃপ্তিকে বাড়িয়ে দেয়। দাম্পত্য জীবনের অনেক তর্কই হয়ত এড়িয়ে যাওয়া যায় না। তবে ক্ষতিকর বিতর্ককে এড়িয়ে যেতেই হবে। জীবনসঙ্গী/জীবনসঙ্গীনির প্রতি আপনার গভীর মনোযোগ পরস্পরের জন্য হতে পারে অমূল্য উপহার।
আরও দেখুনঃ অল্পে তুষ্ট হওয়া pdf বই ডাউনলোড
নিচে ৫০টি দাম্পত্য টিপস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.99 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ