৭২ টি মাদানী ইনআমাত
৭২ টি মাদানী ইনআমাত pdf বই ডাউনলোড। মাদানী ইনআমাতের বিস্তারিত ব্যাখ্যা এবং এর উপর আমল করার সহজতার প্রতি লক্ষ্য রেখে প্রশ্নাবলীর উত্তর প্রদানের জন্য তানযীমী ধারায় চারটি নিয়ম সাব্যস্থ করা হয়েছে। কিছু মাদানী ইরআমাত এমন রয়েছে, যা কয়েকটি অংশ নিয়ে গঠিত।
যেমন: তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবীন বিশিষ্ট মাদানী ইনআম। এ মাদানী ইনআমে চারটি অংশ রয়েছে। তাই এ রকম মাদানী ইনআমাতগুলোর ক্ষেত্রে অধিকাংশের উপর আমল হলে তানযীমী নিয়মানুযায়ী আমল হয়েছে বলে ধরে নেয়া যাবে। (অধিকাংশ বলতে অর্ধেকের চেয়ে বেশিকে বুঝায়)।
আরও দেখুনঃ ১২ মাসে করণীয় ও বর্জণীয় pdf বই ডাউনলোড
যেমন ১০০এর মধ্যে ৫১কে অধিকাংশ বলা হয়। কিছু মাদানী ইনআমাত এমন রয়েছে, যার উপর কোন একদিন আমল না হওয়ার ক্ষেত্রে পরবর্তী দিন আমল করার সুযোগ থাকে যেমন: কেউ চার পৃষ্ঠা ফয়যানে সুন্নত পাঠ, ৩১৩ বার দুরূদে পাক পড়া বা কানযুল ঈমান শরীফ হতে কমপক্ষে ৩ আয়াত (অনুবাদ ও তাফসীর সহ) তিলঅওয়াত করা থেকে বঞ্চিত হলেন।
নেক হওয়ার গল্প ।
এ অবস্থায় যতদিন আমল হয়নি অর্থাৎ শূন্যতা রয়েছে। পরবর্তী দিন সমূহে বিগত দিনের বাদ পড়া আমলগুলো হিসাব করে ততবার আমল করে নিলে আমল হয়েছে বলে ধরে নেয়া যাবে।কিছু মাদানী ইনআমাত এমন রয়েছে, যার উপর আমল করার অভ্যাস গড়তে সময়ের প্রয়োজন।
আরও দেখুনঃ ১২ টি মাদানী কাজ pdf বই ডাউনলোড
যেমন অট্টহাসি দেয়া, তুই তুমি করে কথা বলা থেকে বাচাঁ এবং দৃষ্টি নত রেখে চলার অভ্যাস গড়ার মাদানী ইনআমাত, এই সব মাদানী ইনআমাতের ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টায় থাকাকালীন সময়ে আমল হয়েছে বলে ধরে নেয়া যাবে। (পরিবর্তনের চেষ্টা আছে, এটা তখনই বুঝা যাবে যখন দৈনিক কমপক্ষে ৩ বার আমল পাওয়া যাবে। )
এমন কিছু মাদানী ইনআমাত রয়েছে, যার উপর বিশুদ্ধ ওজর (অর্থাৎ বাস্তবিক অপারগতা) থাকা কারণে আমল করার কোন প্রকার সুযোগ হয় না অথবা ঐ সময়ে জন্য মাদানী কাজের ব্যস্ততা থাকে। যেমন: যিম্মাদার অন্যান্য মাদানী কাজে ব্যস্ত থাকার কারণে মাদানী ইআম যেমন: মাদরাসাতুল মাদীনা বালোগানে (অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের মাদরাসায় ) অংশ গ্রহন করতে পারেননি অথবা মা বাবার মৃতুর কারণ এবং বিভিন্ন দিক থেকে বঞ্চিত হলেন।
আরও দেখুনঃ মুমিনদের জ্ঞানী মাতা pdf বই ডাউনলোড
নিচে ৭২ টি মাদানী ইনআমাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 6.08 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ