৭ টি জীবনী
৭ টি জীবনী pdf বই ডাউনলোড। প্রশ্নঃ আলী বিন সুলতান মুহাম্মদ আল-ক্বারী কে? তিনি কি নির্ভরযোগ্য, তারঁ থেকে কি ইলম গ্রহণ করা যাবে? উত্তরেঃ আলহামদুলিল্লাহ। তার নাম হচ্ছে- আলী বিন সুলতান মুহাম্মদ। উপনাম-আবুল হাসান।
উপাধি-নুরুদ্দীন। তিনি একাধারে ফিকাহবিদ,মুহাদ্দিস ও ক্বারী। বাসস্থানের বিবেচনা থেকে তাকে হারাবি ও মক্কী বলা হয়। তিনি মোল্লা আলী ক্বারী নামে সুপরিচিত । তাকেঁ ক্বারী উপাধি দেয়া হয়েছে যেহেতু কুরআনের ভিন্ন ভিন্ন পঠনপদ্ধতি সম্পর্কে অভিজ্ঞ ছিলেন।
আরও দেখুনঃ মুমিনদের জ্ঞানী মাতা pdf বই ডাউনলোড
খোরাসানের প্রধান শহর হারাত এর বাসিন্দা হিসেবে তাকেঁ হারাবী বলা হয়। খোরাসান বর্তমানে আফগানিস্তানের অন্তর্ভুক্ত। তাকেঁ মক্কী বলা হয় যেহেতু তিনি মক্কায় সফর করেছেন, মক্কার আলেমদের থেকে ইলম অর্জন করেছেন এবং মৃত্যু পর্যন্ত সেখানেই বসবাস করেছেন।
তিনি ৯৩০ হিজরী সালের দিকে হারাত শহরে জন্মগ্রহন করেছেন। সেখানেই বড় হয়েছেন, ইলম অর্জন করেছেন, কুরআন শরিফ মুখস্থ করেছেন। তিনি শাইখ মঈনউদ্দীন বিন হাফেয যাইন উদ্দীন আল-হারাবী এর নিকট তাজবিদ শিক্ষা লাভ করেছেন। তিনি সমকালীন আলেমগণের নিকট ইলমে দ্বীন অর্জন করেছেন। এরপর তিনি মক্কায় চলে আসেন।
আরও দেখুনঃ আইলান কুর্দি ও মুসলিম উম্মাহ pdf বই ডাউনলোড
মক্কাতে থেকে সেখানকার আলেমগণের নিকট দীর্ঘ মেয়াদে ইলমে দ্বীন অর্জন করেছেন। এভাবে ইলম অর্জনের মাধ্যমে মশহুর আলেমে পরিণত হন। তিনি হানাফি মাযহাবের আলেম ছিলেন। তার গ্রন্থাবলি ও জীবনী থেকে সেটাই জানা যায়। হানাফি মাযহাবের অনেক মাসয়ালা নিয়ে তিনি বিশ্লেষণ করেছেন এবং এ মাযহাবের পক্ষে দলিল প্রমাণ উপস্থাপন করেছেন।
তিনি দ্বীনদার, তাকওয়াবান ও সুচরিত্রের অধিকারী হিসেবে পরিচিত ছিলেন। নিজ হাতে কাজ করে খেতেন। তিনি ছিলেন দুনিয়ার বিরাগী আত্মমর্যাদা সম্পন্ন ও অল্পে তুষ্ট একজন ব্যক্তি। মানুষের সাথে কম মিশতেন। ইবাদত-বন্দেগীতে মশগুল থাকতেন। সুন্দর হস্তাক্ষরে প্রতি বছর একটি করে কুরআন শরীফ লিখতেন। লিখিত কুরআন শরিফের পার্শ্বটীকাতে ক্বিরাত ও তাফসির লিখতেন।
আরও দেখুনঃ আইয়ুব আলাইহিস সালামের জীবনী pdf বই ডাউনলোড
নিচে ৭ টি জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 4.19 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ