অসৎ নারীর পরিণতি pdf বই ডাউনলোড। হুযুর সা.-এর কান্না প্রথমেই যে হাদীসটি আলোচনা করতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ। এই হাদীসটি হাফেয শাসসুদ্দীন যাহাবী রহ. তার উল্লেখ্যযোগ্য কিতাব আলকাবায়ের-এ লিপিবদ্ধ করেছেন। হাদীসটির সারাংশ হলো এই একবার হযরত আলী রা. এবঙ হযরত ফাতেমাতুয যাহরা রা. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করার জন্য তারঁ ঘরে তাশরিফ আনলেন।
হযরত আলী রা. বলেন, আমি যখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হই। তখন দেখতে পেলাম বিশ্ব মানবতার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত আছেন। নবী করীম সাঃ-এর এই অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম; হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার পিতা-মাতা আপনার উপর কুরবান হোক।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ pdf বই ডাউনলোড
- কুফরের পরিণতি pdf বই ডাউনলোড
- হিজবুত তাহরির pdf বই ডাউনলোড
- আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ভয়াবহ পরিণতি pdf বই ডাউনলোড
- ধন সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি pdf বই
বলুন, কোন বিষয় আপনাকে কাঁদাচ্ছে, এবং এই কান্নার উৎস কি? তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন; শোন! আমি মেরাজ নজরীতে আমার উম্মতের মহিলাগণকে দেখতে পেলাম তারা জাহান্নামের ফেরেশতাদের হাতে পাকড়াও হয়েছে এবং তাদেরকে যে শাস্তি দেয়া হচ্ছিল তা এত ভয়াবহ কঠিন আর বিভীষিকাময় যে, এর তেজস্ক্রিয়ায় মাথার মগজ গলে গলে পড়ছে। আর এই শাস্তির কথা চিন্তা করে আমার কান্না পাচ্ছে।
উম্মতের প্রতি হুযুর সাঃ-এর দয়া ও উদারতা ; হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি নির্দিষ্ট ভূখন্ড বা নির্দিষ্ট জাতির জন্য নবী হয়ে আসেননি। তিনি এসেছিলেন সমগ্র মানব জাতির মঙ্গল ও কল্যাণের জন্যে। যেহেতু তিনি সমগ্র বিশ্বের পথহারা মানুষকে পথ দেখানোর জন্যে এই পৃথিবীতে এসেছিলেন, তাই তারঁ আদর্শ ছিল দেশ কাল। তার উর্ধ্বে।
তারঁ আদর্শ চিরন্তন বিশ্বজননী এবং অসাম্প্রদায়িক। তারঁ উদারতা শুধু তাাঁর অনুসারীগণই মুদ্ধ হননি, মুগ্ধ হয়েছেন অমুসলিম। এবঙ শত্রুরাও। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারঁ উম্মতের জন্যে দয়া ও উদারতার যে স্বাক্ষ্যর রেখে গিয়েছেন। তা অন্য কোন ধর্ম বা জাতির কোন মনীষী দেখাতে পারেনি এবং পারবেও না কোন কালে।
নিচে অসৎ নারীর পরিণতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বইঘর প্রকাশন |
বইয়ের ধরণঃ | নারী বিষয়ক |
বইয়ের সাইজ | 43.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | মুফতি আব্দুর রউফ |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা এস এম আমিনুল ইসলাম |