হিজবুত তাহরির লিফলেট
হিজবুত তাহরির লিফলেট pdf বই ডাউনলোড। অনেক হয়েছে প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ, অনেক হয়েছে! তাই আপনাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে এবং বুঝতে হবে এর মূল -কারণ বর্তমান ধর্মনিরপেক্ষ রাজনীতি যার মূল লক্ষ্য বস্তুগত স্বার্থ, ফলে এই রাজনীতি হাসিনার মত যালিম শাসক তৈরি করে, সে আপনাদেরকে দমন -নিপীড়ন করতে পদানত রাখতে ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে তার সাম্রাজ্য রক্ষা করে।
কারণ সে জানে আপনাদের মধ্যেই রয়েছে সে মেধা,শক্তি ও সৎসাহস যারা দ্বারা আপনারা এই সাম্রাজ্যেরে মূল উৎপাটন করতে পারেন। ধর্মনিরপেক্ষ রাজনীতের স্থায়ী কোনো মানদন্ড বা নীতি নাই, এখানে শাসকগোষ্ঠী আইন তৈরি করার সাবভৌম ক্ষমতা অর্জন করে র্লডের স্থান দখল করে এবং নিজেদের স্বার্থে এই আইনকে ব্যবহার করে।
আরও দেখুনঃ হিজবুত তাওহিদ pdf বই ডাউনলোড
এই রাজনীতির মূল নিয়ামক শক্তি হলো অর্থ, পেশীশক্তি এবং কাফির সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন -বৃটেন-ভারতের সমর্থন। ফলে আপনারা প্রত্যক্ষ করেছেন, আওয়ামী -বিএনপি শাসকগোষ্ঠী পালাক্রমে ক্ষমতায় এসে কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করে, ক্ষুদ্র পুজিঁপতিগোষ্ঠী এবং মার্কিন -বৃটেন ভারতের স্বার্থ সংরক্ষণ করে যাচ্ছে।
অন্যদিকে বৃহত্তর জনগোষ্ঠীকে জীবনরক্ষার কঠিন সংগ্রাম ঠেলে দিচ্ছে। দূর্ণীতিগ্রস্ত আওয়ামী -বিএনপি শাসকগোষ্ঠীর ডানে-বামে (ডানপন্থী ও বামপন্থী হিসেবে পরিচিত) পরাজিত রাজনীতিকরা এই ব্যবস্থার উচ্ছিষ্ঠ ভোগ করতে এই শাসকগোষ্ঠীর ক্ষমতার সিড়িঁ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আরও দেখুনঃ হাদিস সংকলন pdf বই ডাউনলোড
ধর্মনিরপেক্ষতার দোষে দুষ্ট এক শ্রেণীর ছাত্রনেতা, শিক্ষক ও বুদ্ধিজীবীগণ আপাতত জনগণের পক্ষে অবস্থান নিয়ে, গনমাধ্যমে কথা বলে কিংবা ফেসবুক -টুইটারে স্ট্যাটাস দিয়ে সংগ্রামী জনগণের সমর্থন অর্জন করলেও পরবর্তীতে আওয়ামী -বিএনপিরই নতুন মুখ হিসেবে আবির্ভূত হচ্ছে এবং মার্কিন-বৃটেন-ভারতের স্বার্থ অর্জনের হাতিয়ারে পরিণত হচ্ছে।
আরও দেখুনঃ শামের জিহাদ pdf বই ডাউনলোড
নিচে হিজবুত তাহরির লিফলেট বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.22 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ