আপনাদের প্রশ্নের জওয়াব ২য়-খন্ড
আপনাদের প্রশ্নের জওয়াব ২য়-খন্ড pdf বই ডাউনলোড। প্রশ্ন-৯৮৫, শুনেছি কোনো ব্যক্তি হাজ্জ করার পর যদি তার হাজ্জ কবুল হয় তাহলে সে গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয়ে যায় যেমন নবজাতকরা হয়ে থাকে। তাহলে গুনাহর সাথে সাথে তার আগের সকল নেকীও কি শেষ হয়ে যায়?।
উত্তরঃ গুনাহ মাফের সাথে সাথে নেকীও শেষ হয়ে যাবে এমন ধারণা আপনার কী করে হলো? হাজ্জ অনেক বড়ো ইবাদত যার কারণে গুনাহ মাফ হয়ে যায়। তাই বলে কোন ইবাদত নেকীকে নষ্ট করে দেয় না। হাদীসে বলা হয়েছে, এমনভাবে তার গুনাহ মাফ করে দেয়া হয় যেন নবজাতক শিশু- এ কথাটি দিয়ে বুঝানো হয়েছে, তার সকল গুনাহ-ই মাফ করে দেয়া হয়।
আরও দেখুনঃ সালাতে মুবাসসিরা pdf বই ডাউনলোড
প্রশ্ন- মক্কা মুকাররমায় অবস্থানকালে বেশি বেশী তাওয়াফ করা উত্তম নাকি উমরাহ করা উত্তম । উত্তর; উমরার চেয়ে তাওফাক করা উত্তম কিন্তু শর্ত হচ্ছে, একটি উমরাহ করতে যতক্ষণ সময় লাগে কমপক্ষে ততক্ষণ কিংবা তারচেয়ে বেশী সময় তাওয়াফ করা উচিত, তা না হলে উমরার পরিবর্তে মাত্র দুএকবার তাওয়াফ করা উত্তম হতে পারে না। প্রশ্নঃ কতটুকু সম্পদ থাকলে হাজ্জ ফরয হয় মেহেরবানী কারে জানাবেন।
ইসলামের প্রতিটা বিষয়কে আমাদের জানার প্রয়োজন এবং যত মনে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা ।
একজন বলেছে সাড়ে সাত ভরি সোনা কিংবা বায়ান্ন ভরি রূপা কিংবা সমমূল্যের সম্পদ থাকলে তার উপর হাজ্জ ফরয। কথাটি কতটুকু সত্যি? উত্তরে: যে কথা আপনি শুনেছেন তা ঠিক নয়। যার কাছে মক্কা শরীফ যাওয়া আসার খরচ এবং তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যবৃন্দ চলতে পারেন এই পরিমাণ টাকা থাকে তার উপর হাজ্জ ফরয হয়।
আরও দেখুনঃ ইসা মহীহ pdf বই ডাউনলোড
এক ব্যক্তি সরকারী চাকুরী থেকে অবসর গ্রহন করেছেন। সরকার থেকে পেনশন বাবদ দুলাখ টাকা পেয়েছেন। এই টাকা দিয়ে হাজ্জে যাতায়াত এবং তার অনুপস্থিতে পরিবারের ভরণপোষণ হয়ে যায়। কিন্তু হাজ্জ থেকে ফিরে আসার পর পরিবার পরিজন নিয়ে চলার জন্য কিছু একটা করবেন।
তার কোন ব্যবস্থা নেই এমতাবস্থায় তার উপর হাজ্জ ফরয কিনা? উত্তর: হাজ্জ করতে গিয়ে একটি পরিবার পুজির অভাবে পথে বসবে, এমন পরিস্থিতিতে হাজ্জ ফরয নয়। তবু আপনি এ ব্যাপারে অন্য আলিমদের কাছে জিজ্ঞেস করতে পারেন।
আরও দেখুনঃ আপনার প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
নিচে আপনাদের প্রশ্নের জওয়াব ২য়-খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 8.82 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী রহ. অনুবাদঃ মুহাম্মাদ খুলিলুর রহমান মুমিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ