আরেফে রব্বানী pdf বই ডাউনলোড। আমি একজন নগন্য হাওড়া কোর্টের আইনজীবি। গত ১৯৬৯ সাল থেকে হাজী শাহ্ সুফি আব্দুল মু’মেন (রঃ) হুজুরের খাদেম আবুল বরকত মহঃ মহিউদ্দিন সাহেবের সঙ্গে আমার পরিচয়। আমি শাহ্ সাহেব কেবলার মাজার জিয়ারত করতে গিয়ে উনার সঙ্গে আলাপ হয়। আমাকে অত্যাধিক মহব্বত করতেন আপন ভাইয়ের মত।
আমার বাড়ীতে মাজার ও হুজুর শাহ্ সাহেব কেবলার ইসালে সওয়াব সংক্রান্ত ব্যাপারে মেজ হুজুর কেবলার নির্দেশে আসতেন। আবুল ভাইকে ফুরফুরা শরীফের পীর আলা হজরত মেজলা হুজুর কেবলা ‘সুফি’ উপাধী দেন। মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ ছিলেন আবুল বরকত মহিউদ্দিন ভাই। গত ১৯৭৪ সালে নিউ মার্কেট মসজিদে মেজলা হুজুর কেবলার সঙ্গে দেখা করতে যান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
বিকাল ৩টার সময় বাড়ী রওনা দেন, কিন্তু সারা কলকাতা ও হাওড়ায় কোন এক ঘটনায় সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। সঙ্গে ছিল বড় ছেলে মহঃ রফিক, ধর্মতলা থেকে পায়ে হেঁটে বাঁকড়ায় আমার বাড়ী পৌঁছান মগরেবের আধ ঘন্টা আগে।
আমি ওজুর পানি এনে দিই। উনি ওজু করে আসরের নামাজ পড়েন। সেই ওজুতে মগরেব ও এশার নামাজ পড়েন। রাতে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েন। আমার বাড়ীতে তখন বিদ্যুৎ আসেনি। একটা হারিকেন জ্বেলে রাখি, চোখে খুব অল্প দেখতে পেতেন। সেই জন্য আমি ওনার পাশে শুই দরজায় খিল দিয়ে যাতে ওনার হাজত মালুম হলে অসুবিধা না হয়।
বড় ছেলে রফিক ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আমি সারারাত পাশে জেগে বসে আছি না জানি কখন ওনার হাজত মালুম হয়। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি যেন অনেক লোকে একসাথে আল্লাহ্- আল্লাহ্ জেকের করছেন। ভালভাবে কান পেতে শুনি আবুল বরকত মহিউদ্দিন ভাইয়ের সর্বাঙ্গ শরীর থেকে জেকেরের আওয়াজ বের হচ্ছে। ঠিক ফজরের আজানের ১/১ মিনিট আগে আমার একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছে এমন সময় কেরাত পড়ার আওয়াজ শুনে। যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে আরেফে রব্বানী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 45.5 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |