আল্লাহর সৈনিক pdf বই ডাউনলোড। ঊনবিংশ শতাব্দীর প্রথম আড়াই দশক সমাপ্তির পথে। অথচ, আধুনিকতার কোন ছোয়াঁ এখানে চোখে পড়ে না। এ যেনো আদি পৃথিবীর অবিকৃত এক জনপদ। তবে এখানকার মানুষের মন ও মানসের সাথে আরবীয় প্রকৃতির অবিশ্বাস্য রকম সাযজ্য লক্ষ্যনীয় বটে। যেমন- একজন খুনীও যদি নিরাপত্তা কামনা করে নিহত ব্যক্তির পিতার নিকট আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে জামাই আদরে আপ্যায়িত করা হয়, তার যথাসাধ্য আদর-যত্ন করা হয়।
তাদের পরিভাষায় একে কানাক বলা হয়। নিহত ব্যক্তির পিতা ততোক্ষণ পর্যন্ত ঘাতকের নিরাপত্তা ও খাতির-যত্নে একপা খাড়া থাকে, যতোক্ষণ না সে স্বেচ্ছায় বিদায় নেয়। আশ্রিত ঘাতক যেখানে যেতে চায়, নিহতের আত্মীয়-স্বজন তাকে সেখানে পৌছিয়ে দেয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল্লার পথের সৈনিক pdf বই ডাউনলোড
- গল্পে হযরত আলী রাঃ pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
- পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড
- সত্যের ডাক pdf বই ডাউনলোড
কিন্তু যদি তারা কখনো কোনো হত্যার প্রতিশোধ গ্রহণে উদ্যত হয়, তবে পাহাড়ের অগম্য চূড়া, গহীন জঙ্গল ও সমুদ্রের গভীরতম তলদেশে ঠাইঁ নিলেও তার রক্ষা নেই। চরিত্রে জেদী ও প্রতিশোধপরায়ন এই মানুষগুলো গর্বের সাথে বলে, অথৈ সমুদ্রের পাহাড় সমান ঊর্মিমালাও যদি ঘাতককে তার মায়ার চাদরে লুকিয়ে রাখে, তবুও তাকে খুঁজে বের করতে আমরা সক্ষম।
ঘাতক যদি হিংস্র ব্যাগ্রের উদরেও আশ্রয় নেয়, সেখান থেকেও তাকে ছিনিয়ে আনতে আমরা অকুতোভয়। পৃথিবীর সবচে সুশ্রী ও সুঠাম মানুষদের অধিবাস এই পাহাড়-উপত্যকা। এ হলো আমাদের স্বপ্নের, রূপকথার, গল্প, সাহিত্য ও গীতিকথার সেই কোকাব শহর। কোকাব শহরের পরীদের কথা আরবী, উর্দু ও ফার্সী সাহিত্যের পাতায় পাতায় পাওয়া যায়। আসলে কোকাবের বাসিন্দারা জ্বিন পরী নয়।
তবে সেখানের নারীরা পরীর চেয়েও রূপসী। তারা পরীর মতো মুক্ত বিহঙ্গে ডানা মেলে উড়ে না বটে, তবে পরীরাও তাদের রূপ দেখে বিমোহিত হয়ে পড়ে। এ কারণে কোকাবের নারীদেরকে অপূর্ব সুন্দরী পরীদের সাথে তুলনা করা হয়। এরা সেই মানবপরী, যাদের সুপুষ্ট মসৃণ আবয়ব, টানাটানা মায়াবী চোখ, ঘনকালো প্রলম্বিত চুল, দীর্ঘ গ্রীবা, সরু কটি এবং তাদের গায়ের রং এতোই উজ্জ্বল যে, পানিটুকু তাদের কন্ঠনালী অতিক্রম করার সময় স্পষ্ট দেখা যায়।
এই অঞ্চলটির সঠিক নাম কোকব নয়- কাফকাজ। ইংরেজিতে ককেশাশ। আবার কেউ বলে কোহেকাফ। আল্লাহর এক অপূর্ব সৌন্দর্যর লীলাভুমি এই কাফকাজ। পৃথিবীর এক প্রাচীনতম জনপদ। ইরান থেকে এই দেশটি বেশি দূরে নয় বলেই বোধ হয় ইরানের বিশ্বখ্যাত কবিরা ফারসী কাব্যের অসংখ্য উপমা গ্রহণ করেছে স্বপ্নের এই পরীর দেশ থেকে । বইটি যদি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে আল্লাহর সৈনিক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | পরশমনি প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 17.6 MB |
প্রকাশ সালঃ | ২০০৭ |
বইয়ের লেখকঃ | ড. মিসকীন হেজাযী |
অনুবাদকঃ | মুহাম্মদ মুহিউদ্দীন |