ইমাম তাহাবী রঃ এর জিবনী pdf বই ডাউনলোড। ইমাম আবূ জাফর তাহাবী র তৃতীয় শতকের অন্যতম শ্রেষ্ঠ হাদীস বিশারদ, অত্যন্ত উচুঁ মর্যাদা সম্পন্ন ফকীহ ইসলামী আইনজ্ঞ এবং বিশেষজ্ঞ আলিমে দ্বীন হিসাবে খ্যাতির শীর্ষে ছিলেন। মুহাদ্দিস ও ফকীহদের তাবাকাতে স্তরে তাকেঁ সমানভাবে গণ্য করা হত। পূর্ববর্তী মনীষীদের মাঝে তারঁ ন্যায় বহুদর্শী দক্ষও প্রতিভাবান আলিমের দৃষ্টান্ত খুব কমই ছিল।
যিনি হাদীস ও ফিকাহ শাস্ত্রের প্রমাণিক পর্যায়ে অধিষ্ঠিত ছিলেন। হাদীস বিশেষজ্ঞগণ তাকেঁ হাফিয ও ইমাম আর ফকীহগণ তাকেঁ মুজতাহিদ আলিম হিসাবে আখ্যায়িত করেছেন। ইমাম তাহাবী র প্রাথমিক শিক্ষা স্বীয় মামা ইমাম আবূ ইবরাহীম মুযানী শাফিই র থেকে লাভ করেন এবং তিনি তারঁ নিকট থেকে শাফিই ফিকাহও লাভ করেছেন।
আরও দেখুনঃ তাহাবী শরীফ pdf বই ডাউনলোড
প্রথমত তিনি ইমাম মুযানী রঃ থেকে শিক্ষা করে তারঁই মাযহাব শাফিঈ মাযহাব গ্রহণ করে নিয়েছিলেন। পরবর্তীতে যখন ইমাম আহমদ ইবন আবী ইমরান হানাফী র মিসরের কাজী বিচারক হিসাবে আগমন করেন তখন তিনি মামার দারস ও মাযহাব পরিত্যাগ করে ইমাম আহমদ ইবন আবী ইমরান হানাফী র-এর দারস ও মাযহাব তথা হানাফী মাযহাব গ্রহণ করেন।
সংক্ষিপ্ত জিবনী।
বস্তুত এ বিষয়ে দুটি বক্তব্য পাওয়া যায়: ১ আল্লামা মুহাম্মাদ ইবন আহমদ সুয়ূতী র স্বয়ং ইমাম তাহারী র-কে মাযহাব পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করেছেন। তিনি উত্তরে বলেছেন যে , আমার মামা ইমাম মুযানী র হানাফী মাযহাবের গ্রন্থসমূহ অধিক অধ্যয়ন করতেন। তাই আমিও হানাফী গ্রন্থসমূহ অধিকভাবে অন্যয়ন করা শুরু করে দেই। আমার কাছে শাফিঈ দলীল-প্রমাণ অপেক্ষা হানাফী দলীল-প্রমাণ অত্যন্ত মযবূত, অকাট্য ও তাত্ত্বিক মনে হয়। এই জন্য আমি শাফিঈ মাযহাব পরিত্যাগ করে হানাফী মাযহাব গ্রহণ করি।
আরও দেখুনঃ মাযহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত pdf বই ডাউনলোড
দ্বিতীয় যে কারণটি সাধারণত শাফিঈ লিখকগন বর্ণনা করেছেন, যেটিতে বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে। যেমন আল্লামা যাহাবী র তাযকিরাতুল হুফফায গ্রন্থে লিখেছেন: অর্থাৎ প্রথম দিকে ইমাম তাহাবী র শাফিঈ মাযহাবের অনুসারি ছিলেন। একটি ক্লাশে তারঁ উপর তারঁ মামা অসন্তুষ্ট হয়ে বললেন: আল্লাহর কসম! তোমার দ্বারা কিছুই হবে না।
এতে ইমাম তাহাবী র অসন্তুষ্ট হয়ে আবূ ইমরান হানাফী র-এর দারসে গিয়ে যোগ দিলেন। মাযহাব পরিবর্তনের আরেকটি কারণ আল্লামা আবদুল আযীয হারুবী র উল্লেখ করেছেন: অর্থাৎ ইমাম তাহাবী র প্রথম দিকে শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। এক দিন তিনি শাফিঈ ফিকাহ-এর গ্রন্থে পড়লেন যে যখন অন্তঃসত্তা নারী মৃত্যুবরণ করে এবং তার পেটে বাচ্ছা যদি জীবিত থাকে তাহলে তার পেট বির্দীর্ণ করা যাবে না।
আরও দেখুনঃ তাহাবী শরীফ তৃতীয় খন্ড pdf বই ডাউনলোড
নিচে ইমাম তাহাবী রঃ এর জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।