ইমাম মালিক রহঃ এর জিবনী pdf বই ডাউনলোড। নাম, উপনাম ও বংশ:- নাম মালিক, উপনাম আবূ আব্দুল্লাহ বংশনামা: মালিক বিন আনাস বিন আবূ আমির বিন আমর বিন হারিস আল-আসবাহী। তিনি আরবের প্রসিদ্ধ গোত্র কাহত্বান এর উপগোত্র আসবাহ অন্তর্ভূক্তম এজন্য আল-আসবাহী বলে পরিচিতি। ইমাম মালিক রহ. পবিত্র মদীনা নগরীতে এক সম্ভ্রান্ত শিক্ষানুরাগী মুসরিম পরিবারে জন্মলাভ করেন। জন্মের সন নিয়ে কিছু মাতমত থাকায় ইমাম যাহাবী রহ, বলেন:- বিশুদ্ধ মতে ইমাম মালিক রহ- এর জন্ম সল হল ৯৩ হিজরী।
যে সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদেম আনাস বিন মালিক মৃত্যুবরণ করেন। তিনি পিতা আনাস বিন মালিকের কাছে মদীনায় প্রতিপালিত হন। তারঁ পিতা তাবে তাবেঈ ও হাদীস বর্ণনাকারী ছিলেন, যার কাছ থেকে ইমাম যুহুরীসহ অনেকেই হাদীস বর্ণনা করেন। খুদ ইমাম মালিকও পিতার নিকট থেকে হাদীস বর্ণনা করেন।
আরও দেখুনঃ মুয়াত্তা ২য় খন্ড pdf বই ডাউনলোড
তারঁ দাদা আবূ আনাস মালিক রহ. প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, যিনি ওমার, আয়িশা ও আবূ হুরায়রা রাঃ হতে হাদীস বর্ণনা করেন। তারঁ পিতামহ আমির বিন আমর প্রসিদ্ধ সাহাবী ছিলেন। এ সম্ভ্রান্ত দ্বীনী পরিবেশে জ্ঞানপিপাসা নিয়েই তিনি প্রতিপালিত হন।
সংক্ষিপ্ত জিবনী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পর হতে আজও পর্যন্ত দ্বীনি জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হলো মদীনা। সে মদীনাতে জন্মলাভ করার অর্থ হল দ্বীনী জ্ঞান চর্চার প্রাণকেন্দ্রেই জন্ম লাভ করা। বিশেষ করে বংশীয়ভাবে তাদেঁর পরিবার ছিল দ্বীনী জ্ঞানচর্চায় অগ্রগামী। এজন্য তিনি শৈশবকাল হতেই শিক্ষা শুরু করেন। বিশেষ করে তারঁ মাতা তাকে শিক্ষার প্রেরণা যোগান।
আরও দেখুনঃ মুক্তার চেয়ে দামী pdf বই ডাউনলোড
ইমাম মালিক রহ. বলেন আমি একদিন মাকে বললাম আমি পড়ালিখা করতে যাব! মা বললেন: আস শিক্ষার লেবাস পড়, অতঃপর আমাকে ভাল পোষাক পড়ালেন, মাথায় টুপিঁ দিলেন এবং তার উপর পাগড়ী পড়িয়ে দিলেন, এরপর বললেন: এখন পড়া লিখার জন্য যাও। তিনি বলেন, মা আমাকে ভালভাবে কাপড় পড়িয়ে দিতে বলতেন, যাও মদীনার প্রসিদ্ধ আলিম রাবিয়াহর কাছে এর তারঁ জ্ঞান শিক্ষার আগে তারঁ আদব আখলাক শিক্ষা কর।
এভাবে তিনি মদীনার প্রসিদ্ধ মুহাদ্দিস, ফকীহদের নিকট হতে শিক্ষালাভ করেন। ইমাম মালিক রহ, অসংখ্য বিদ্যানের নিকট শিক্ষালাভ করেন। ইমাম যুরকানী রহ, বলেন: ইমাম মালিক রহ, নয়শতর অধিক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন। বিশেষ করে ইমাম মালিক স্বীয় গ্রন্থ মুয়াত্ত্বায় যে সব শিক্ষক হতে হাদীস বর্ণা করেছেন তাদেরই সংখ্যা হল ১৩৫ জন, যাদের নাম ইমাম যাহাবী সিয়ার গ্রন্থে উল্ল্যেখ করেছেন।
আরও দেখুনঃ মুয়াত্তা ১ম খন্ড pdf বই ডাউনলোড
নিচে ইমাম মালিক রহঃ এর জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।