ইসলামি রাজনীতি কি ও কিভাবে pdf বই ডাউনলোড। কুরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে যে রাজনীতি পরিচালিত তাই ইসলামি রাজনীতি। জনগণের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা, তাদের সবধরণের চাহিদা পূরণ ও তাদের যাবতীয় অধিকার নিশ্চিত করা। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকারদের কাছে পৌঁছে দিতে। আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতইনা সুন্দর উপদেশ দিচ্ছেন।
নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হে মুমিনগণ! তোমরা আনুগত্য কর আল্লাহর ও আনুগত্য কর রাসূলের এবং তোমাদের মধ্যে থেকে কর্তৃত্বের অধিকারীদের। অতঃপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ কর তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাপর্ণ করাও-যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখ। এটি উত্তম এবং পরিনামে উৎকৃষ্টতর। (সূরা নিসা: ৫৮- ৫৯) ।
আরও ইসলামিক বউ দেখুনঃ
- অর্থনীতি রাজনীতি বাংলাদেশে প্রেক্ষিত pdf বই ডাউনলোড
- প্রচলিত রাজনীতি নয় জিহাদই কাম্য pdf বই ডাউনলোড
- কাস্মীর ইতিহাস ও রাজনীতি pdf বই ডাউনলোড
- ইসলামি আকিদা বিষয়ক মাসআলা pdf বই ডাউনলোড
- জীবন যেখানে যেমন pdf বই ডাউনলোড
তাহলে যারা বলেন ইসলামে কোন রাজনীতি নেই দীনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই তাদের কথার কি কোন ভিত্তি আছে? নিঃসন্দেহ বলা যায় যে, তাদের এসব কথার কোন ভিত্তি নেই। ইসলামি শরিয়াহ মুসলিম ও অমুসলিম রাষ্ট্রে শান্তিপূর্ণ ও যুদ্ধাবস্থায় সর্বাবস্থায়ই সঠিক ও সফল রাজনীতি নিয়ে এসেছে। সব মুসলিম ও ইসলামি রাষ্ট্রের শাসকদেরকে এসব রাজনীতি চর্চা কথা ফরয।
মুসলমানদের দুনিয়া ও আখেরাতের সব কার্যাবলী এসব নীতিতে পরিচালনা করা ফরয। অন্যদিকে মিথ্যাচার ধোকাবাজি, অঙ্গিকারভঙ্গ, গাদ্দারী, জনগণের সাথে কৃত ওয়াদা পূরণ না করার ধোকার রাজনীতি ইসলাম সমর্থণ করেনা এবং এধরণের নোংরা রাজনীতিও ইসলাম নিয়ে আসেনি।
যে কেউ কুরআন, হাদীস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসন্ধান করে দেখতে পারে যে ইসলাম সঠিক মাফকাঠিতে রাজনীতি নিয়ে এসেছে এবং এর মাধ্যমে মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। তাহলে এখন প্রশ্ন হল, যারা ধর্মহীন, ধর্মনিরপেক্ষ বা সমাজতন্ত্রে বিশ্বাসী রাজনীতি করেন তাদেরকে কি ভোট দিয়ে নির্বাচিত করা যাবে?
এধরণের লোকদেরকে জনগণের প্রতিনিধি নির্বাচন করার হুকুম কি? নিঃসন্দেহে বলা যায় যে, দেশের বিভিন্ন স্তরের নির্বাচনে এ ধরনের লোকদেরকে ভোট দিয়ে নির্বাচন করা জায়েয হবেনা। যেসব লোক সমাজতন্ত্রে বিশ্বাসী বা ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস করে, বা সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাসী, বা তারা ইসলামকে শুধু দীন হিসেবে মনে করেন তাদেরকে নির্বাচিত। করা যাবেন।
নিচে ইসলামি রাজনীতি কি ও কিভাবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | ২০১৫ |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ | আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী |