কবরের প্রথম রাত pdf বই ডাউনলোড।কবরের সংজ্ঞাঃ- কবর বলতে সাধারণত, আমরা বুঝি, মৃত্যুর পরে মানুষের লাশকে গর্ত করে জমিনে দাফন করা। জমিন খুঁড়ে বা গর্ত করে লাশ বা মুর্দাকে দাফন করার রেওয়াজ সৃষ্টির শুরু থেকে হয়েছে। জমিন খুঁড়ে এর উপর সম্মানের সাথে মুর্দাকে রাখাই দুনিয়ার সর্বোত্তম পন্থা। কবর দেওয়ার রেওয়াজকে ইসলামী পরিভাষায় দাফন বলে।
ইসলাম ছাড়া এমন কিছু কিছু ধর্মাবলম্বী বা জাতি আছে যারা মুর্দা বা লাশকে দাফন করেনা। যেমন- কিছু কিছু ধর্মে মুর্দাকে আগুনে জ্বালিয়ে সাগরে ভাসিয়ে দেয়। আর কিছু ধর্মে এমন বিশ্বাস আছে যে, মুর্দাকে এমন এক যায়গায় রাখতে হবে, সেখানে পশু-পাখি বা অন্যান্য হিংস প্রাণী এসে তা খেয়ে ফেলবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
অনুরূপভাবে এমন জাতিও রয়েছে যারা লাশকে নদী বা সাগর বক্ষে নিক্ষেপ করে যাতে মাছ বা অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে ফেলে । সার কথা হল- মুসলমান’ ব্যতীত অধিকাংশ জাতি মুর্দাকে দাফনের পরিবর্তে যে কোন উপায়ে নিশ্চিহ্ন করে দেয় ।
কবর কি?-কোরআন-হাদীসের দৃষ্টিতে কবরের জীবন হলো- মৃত্যুর পর থেকে পুনরুত্থানের পূর্বের সময়। প্রত্যেক মানুষকে কবরে আটকা পড়তে হবে; চাই মুর্দাটি কবরে মাটির সাথে মিশ্রিত হোক আর না হোক, অথবা সাগরের সামুদ্রিক প্রাণীর পেটে চলে যাক অথবা পশু-পাখি ও অন্যান্য হিংস্র প্রাণীর পেটে চলে যাক। কিংবা কোন নির্দিষ্ট স্থানে আগুন দিয়ে পুড়ে ফেলানো হোক, সর্বাবস্থায় কবরের সাথে সম্পর্কিত।
আযাব ও গজব সকলকেই ভোগ করতে হবে। কবর এমন এক প্রকার স্থান যেখানে মানুষ মৃত্যুর পরে প্রবেশ করে এবং কেয়ামতের দিন সেখান থেকে বের হবে। যেমন- আল্লাহ পাক বলেন- অর্থাৎ- “নিশ্চয় আল্লাহ মানুষকে কেয়ামতের দিন কবর থেকে উথোলন করবেন। বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। এবং আমাদের জানা অজানা অনেক বিষয়ে অজ্ঞ হওয়া যাবে।
নিচে কবরের প্রথম রাত pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 11.25 MB |
প্রকাশ সালঃ | ২০০৩ সাল |
বইয়ের লেখকঃ | শাহ সূফী আলম ফকরী |
বইয়ের অনুবাদকঃ | মুহাম্মদ আব্বাস উদ্দিন আনোয়ারী |