কাছাছুন নাবিয়্যিন ২য় খন্ড
কাছাছুন নাবিয়্যিন ২য় খন্ড pdf বই ডাউনলোড। সমস্ত প্রশংসা আল্লাহর। আর শান্তি ও করুনা তার মনোনীত বান্দাদের প্রতি । পর কথা হল শিশু তোষ নবী কাহিনী সিরিজের প্রথম খন্ডটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাতে হযরত ইব্রাহিম আঃ ও হযরত ইউসুফ (আ.) এর কাহিনী বিদ্যমান রয়েছে। আর প্রথম খন্ডটি পাঠক মহলে আশাতীত গ্রহন যোগ্যতা ও সমাদর লাভ করেছে।
শিক্ষক ও অভিভাবকগন বিপুল উৎসাহে তাকে অভিনন্দন সিক্ত করেছেন। ইসলামী পত্র পত্রিকা জোরালো ভাষার কিতাবটির উচ্চসিত প্রশংসা করেছে। কচি কাচারা এবং মাদরাসার শিশু শিক্ষার্থীরা এমন আগ্রহ উদ্দীপনার সাথে তা অধ্যয়ন করেছে যা ছিল লেখকের প্রত্যাশাতীত ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জূদুল মুনইম pdf বই
- মিশকাতে বর্ণিত জাল জয়িফ হাদিস pdf বই ডাউনলোড
- মুসান্নিফগনের জীবনী pdf বই ডাউনলোড
- ইমাম গাজ্জালী রহ pdf বই ডাউনলোড
- এহইয়াউ উলুমিদ্দীন ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সৌভাগ্যের পরশমণি ১ম খন্ড pdf বই ডাউনলোড
আর এই কিতাব অধ্যয়ন কালে আমরা তাদের প্রদীপ্ত ললাটে এবং দীপ্তিময় মুখাবয়বে আনন্দ ও উদ্যমের সুষ্পষ্ট চিহ্ন প্রত্যক্ষ করেছি। আর আমরা অত্যন্ত পুলকিত বোধ করেছি এবং আল্লাহর শোকর আদায় করেছি যখন শুনেছি যে ছোটরা তাদের ছোট বুদ্ধি দ্বারা অত্মস্থ করে মৌখিকভাবে তা আয়ত্ত করার পর হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইউসুফ (আঃ) এর কাহিন (অন্যদের কাছে) বর্ণনা করছে।
কাছাছুন নাবিয়্যিন ২য় খন্ড তে কি রয়েছে?
এসবই আমাদেরকে এ পথে অগ্রসর হতে সাহস যুগিয়েছে এবং এই (শিশুতোষ নবী কাহিনী) সিরিজ সমাপ্তে অনুপ্রাণিত করেছে। এখন আমরা অল্প বষস্ক ছোটদেরকে এবং তাদের বষস্ক অভিভাবকদেরকে ছোটদরে নবী কাহিনী সিরিজের আরেকটি খন্ড উপহার দিব। এতে রয়েছে হযরত নূহ (আঃ) হযরত হুদ (আ.) ও হযরত সালিহ (আ.) এর কাহিনী।
এ সকল কাহিরীর মাঝে বেশ কিছু তাফছীর সংক্রান্ত ও ঐতিহাসিক তথ্য এবং বেশ কিছু বিবেক উৎসারিত প্রচ্ছন্ন প্রশ্নমালার উত্তর বিদ্যমান রয়েছে। অতএব সম্মানিত শিক্ষক মন্ডলীর খেদমতে আমাদের নিবেদন তারা শিক্ষাথীদের কে এই কাহিনী সমূহ বর্ণনা করতে বলবেন এবং তাদেরকে তা আবৃত্তি করা, মুখস্থ করা এবং পুনঃ পুনঃ পাঠ করার দায়িত্ব প্রদান করবেন। কেননা এ প্রদ্ধতি অনুসরনে বিরাট উপকারীতা লাভের ব্যাপারে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞাতা রয়েছে।
পরিশেষে আল্লাহ তা আলার নিকট প্রাথর্না তিনি যেন কিতাবটি দ্বারা আরবী ভাষার শিক্ষার্থী ও উঠতি মুসলিম প্রজন্মকে উপকৃত করেন এবং নবীদের ব্যক্তিত্ব তাদের জীবন চরিত ও তাদের অনুসরন তাদের নিকট প্রিয় ও পছন্দনীয় করেন আল্লাহই তাওফীক দাতা।
নিচে কাছাছুন নাবিয়্যিন ২য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল কাউসার প্রকাশনী বইয়ের ধরণঃ শিশুতোষ বই বইয়ের সাইজঃ 3.06 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ আবুল হাসান আলী নদভী রহঃ অনুবাদঃ মাওলানা আশরাফ হালীমীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ