গুজরাত ফাইলস
গুজরাত ফাইলস pdf বই ডাউনলোড। মার্ক টোয়েন বিদ্রুপ করে বলেছিলেন, গল্পকাহিনির চেয়ে সত্য বিচিত্রতর, কিন্তু তার কারণ হল গল্পকাহিনিকে কিছু সম্ভাব্যতার মধ্যে আটকে থাকতে হয়, সত্যের সে বালাই নেই।
তবে সত্যের প্রকৃতি কী সে-প্রশ্ন বহু যুগ ধরে ভাবিত করেছে সারা পৃথিবীর দার্শনিকদের। খ্রিষ্টের শেষ ভোজের সময় যে -থালায় খ্রিষ্টের রক্ত ধরা হয়েছিল, তার মতোই সত্যকেও বিভিন্ন সময়ে ও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জন ভিন্ন ভিন্ন ভাবে দেখেছেন।
আরও দেখুনঃ ফিলিস্তানের স্মৃতি pdf বই ডাউনলোড
একাগ্রচিত্তে সত্যকে খুজঁতে চাইলে দুঃখ -কষ্ট যন্ত্রণাময় নিঃসঙ্গ পথ ধরেই চলতে হবে, কারও কাছে সাহায্য পাওয়া যাবে না, পথ দেখানোর জন্য থাকবে শুধু নিজের বিবেক। গুজরাতের ২০০২ সালের মর্মান্তিক ঘটনা এবং ভুয়ো সংঘর্ষের কল্পকাহিনী সম্পর্কে এই বইতে বর্ণিত সত্য পড়ে চমৎকৃত হতে হয়।
লেখিকার মতে, এক দীর্ঘ স্টিং অপারেশনের সময় বহুল-ব্যবহৃত একটি গোপন ক্যামেরা ও একটি গোপন মাইক্রোফোনের সুত্রে প্রাপ্ত বিষয়গুলো উপস্থাপনকারী এই বই থেকে এ-বিষয়ে বহু কিছু জানতে পারবেন। পাঠক। এই বইতে উপস্থাপিত বিষয়গুলো সত্য নাকি নিছকই ঘটনার আপাত রূপমাত্র, তা বিচারের ভার পাঠকের ।
আরও দেখুনঃ দ্য ক্রসিং pdf বই ডাউনলোড
ঘটনার বিবরণের মধ্যে গ্রথিত কথোপকথনগুলি পড়তে চমৎকার লাগে। এখানে বর্ণিত তথ্যগুলির বিশ্বাসযোগ্যতা বিচার করা এবং আইনের শাসনের প্রতি দেশের নাগরিকদের আস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিজের প্রহরী হিসেবে আইনের শাসন এবং সাংবিধানিক কাঠামোকে ব্যবহার করাটা রাষ্ট্রের কতর্ব্য।
১৯৯২ সালের ডিসেম্বর থেকে শুরু করে ১৯৯৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত মুম্বইয়ে যে-সাম্প্রদায়িক দাঙ্গা ও হিংসাত্মক ঘটনাগুলি ঘটেছিল, সে-সংক্রান্ত তদন্ত কমিশনের সুত্রে অর্জিত যন্ত্রনাদায়ক অভিজ্ঞতা এবং এই ধরণের দাঙ্গার শিকারদের প্রতি স্পষ্টত প্রতীয়মান উদাসীনতা দেখে মনে হয়, রাষ্ট সাংবিধানিক কার্যকর্তাদের ।
আরও দেখুনঃ আক্বিদা ওয়াসেত্বিয়া pdf বই ডাউনলোড
নিচে গুজরাত ফাইলস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেতু প্রকাশনি বইয়ের ধরণঃ বাংলা সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 25.5 MB প্রকাশ সালঃ ২০১৭ইং বইয়ের লেখকঃ রানা আইয়ুব অনুবাদঃ অসীম চট্রোপাধ্যায়ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ