জান্নাতী জীবন pdf বই ডাউনলোড। জান্নাতি জীবন: বইটিকে এ শিরোনাম দেওয়ার কারণ হচ্ছে, এই বইয়ের মূল লক্ষ্য একজন মুসলিমকে জান্নাতি জীবনের সন্ধান দেওয়া। একজন মানুষ দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো নিজেকে কী করে জান্নাতি হিসেবে গড়ে তুলবে—সেই ভাবনা নিয়ে ঈমান আর আমলের পেছনে লেগে যাওয়া।
আর একথা সর্ব স্বীকৃত যে, শাহাদাত লাভ করা জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। তবে শাহাদাত সবাই লাভ করতে পারে না। কারণ শাহাদাত শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে। তা ছাড়া শাহাদাত লাভ করার সুযোগ সর্বদা সহজলভ্যও নয়। কিন্তু যেভাবেই হোক, আমাকে তো জান্নাতে যেতেই হবে; এ ছাড়া যে আমার ভিন্ন কোনো পথ নেই। আর জান্নাতে যেতে হলে দুনিয়াতেই জান্নাতের পথে চলতে হবে, জান্নাতের উপযোগী জীবন সাজাতে হবে ।
জান্নাতে যেতে হলে, জান্নাতের উপযোগী জীবন সাজাতে হলে, সৰ্বপ্ৰথম আমার-আপনার জীবনকে নবিদের মতো, বিশেষ করে মুহাম্মাদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো করে সাজাতে হবে। আর নবিদের মতো করে জীবন সাজাতে হলে প্রথমে যে ভাবনা আমার দিলে বসাতে হবে সেটা হলো—নবিদের মতো আমার জীবনকে গুনাহমুক্ত করতে হবে। কারণ গুনাহ নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জান্নাতি দশ পুরুষ pdf বই ডাউনলোড
- জান্নাতে নারীদের অবস্থা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের রাঃ শাহাদাত pdf বই ডাউনলোড
- বয়ানও খুতবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
এরপর দ্বিতীয় যে বিষয় আমার জন্য জানা জরুরি তা হলো—আমি যতদিন বাঁচব, এই দ্বীনের ওপর আমাকে টিকে থাকতে হবে। আর দ্বীনের ওপর টিকে থাকতে হলে অবশ্যই নেককার হক্কানি উলামায়ে কেরামের সঙ্গ অবলম্বন করতে হবে। উলামায়ে কেরাম থেকে দূরত্ব মানুষকে দ্বীন থেকে সরিয়ে দেয় ।
অতঃপর তৃতীয় যে বিষয়টি জানা আমাদের জন্য জরুরি সেটা হলো—শয়তান কিভাবে কিভাবে উলামায়ে কেরাম থেকে, নেককারদের থেকে আমাদেরকে দূরে সরিয়ে নেয় ।
চার নম্বরে আমাদের জানতে হবে যে, আমার-আপনার নেক আমল কোন কোন গুনাহের কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষেত্রে নারী ও পর্দার বিষয় সংশ্লিষ্ট গুনাহগুলোর নামই আসবে সবার আগে। তাই আমাদেরকে ভয়াবহ এই গুনাহগুলোর একটি বিস্তারিত তালিকা জেনে নিতে হবে। এরপর আসবে জবান হেফাজতের প্রসঙ্গ। বিশেষ করে, মানুষের ব্যাপারে অপপ্রচার করার ফলে একজন ব্যক্তি কী কী গুনাহে আক্রান্ত হয়—তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমাদের জানা থাকতে হবে। সবশেষে আমরা আলোচনা করব, গুনাহ থেকে কিভাবে তাওবা করলে গুনাহ মাফের আশা করা যায় এবং জান্নাতি হওয়ার স্বপ্ন আঁকা যায় ।
নিচে জান্নাতী জীবন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

বইয়ের প্রকাশকঃ | সেরহিন্দ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজ | 11.8 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৪ সাল |
বইয়ের লেখকঃ | শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভী র. |
বইয়ের অনুবাদকঃ |