পাঁচ ওয়াক্ত নামাজের পর আমল pdf বই ডাউনলোড। ইসলামের পাচঁটি স্তম্ভ তার মধ্যে সালাত অন্যতম। আমরা মুসলমান আমাদের উপর নামাজ/সালাত পালন করা অথবা কায়েম করা ফরয হয়ে দাড়িয়েছে কেননা আমরা মুসলমান। আমরা সবাই সালাত আদায় করি কিন্তু সালাত আদায়ের পরে কিছু নিয়ম মাসনূন দুআ ও যিকর রয়েছে! যা আমরা অনেক-এরই অজানা রয়ে যায়। আবার অনেকই হয়তো জানে এবং আমল করেন।
ফরয সালাতের পর রাসূলুল্লাহ সাঃ নিম্নোক্ত যিকির ও দুআ পড়তেন। যে কোনো মুসলিমের জন্য এগুলো গুরুত্বপূর্ণ সুন্নাহ। সালাম ফেরানোর পর প্রথমে- তিন (৩) বার- আসতাগফিরুল্লা-হ্। অর্থাৎ- আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।
আরও বই দেখুনঃ
- নামায সম্পর্কে ১৭০টি প্রশ্নোত্তর pdf বই ডাউনলোড
- আবু দাউদ শরীফ ৩য় খন্ড pdf ডাউনলোড
- চরিত্র গঠনে নামাজের অবদান pdf বই ডাউনলোড
- নামাজের ৫০০ মাসয়ালা pdf বই ডাউনলোড
- নামাজের ৫০০ মাসয়ালা pdf বই ডাউনলোড
আবার- এক (১) বার: উচ্চারণ; আল্লা-হুম্মা আনতাস সালা-মু ওয়া মিনকাস সালা-ম, তাবা -রাকতা ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম। এর অর্থাৎ- হে আল্লাহ! আপনার গুণবাচক নাম সালাম। আপনি শান্তিদাতা। আপনি কল্যাণময়। আপনি মহিমা ও মর্যদার অধিকারী।
আবার এক(১) বার আয়াতুল কুরসী: লা-ইলাহা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা-শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা-কুল্লি শাইয়িন ক্বাদীর। আল্লা-হুম্মা লা-মা-নি’আ লিমা -আ’তাইতা, ওয়া লা-মু’তিয়া লিমা-মানা’তা, ওয়া লা- ইয়ানফা’উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো হক উপাস্য নেই।
তিনি একক, তারঁ কোনো শরীক নেই। রাজত্ব তারঁ এবং যাবতীয় প্রশংসা কেবল তারঁ। তিনি সকল কিছুর ওপর ক্ষমতাশালী। হে আল্লাহ, আপনি যা দান করেন তা ঠেকানোর ক্ষমতা কারো নেই। আর আপনি যা দেন তা দেওয়ার ক্ষমতাও কারো নেই। আর ক্ষমতাধারীর ক্ষমতা ও প্রতিপত্তি আপনার নিকট কোনো কাজে আসবে না। প্রকৃত ক্ষমতা আপনার কাছ থেকেই ।
আবার এক (১) বার: উচ্চারণ: আল্লা-হুম্মা আ’ইন্নী আলা-যিকরিয়া ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবা-দাতিক। অর্থাৎ- হে আল্লাহ, আমাকে আপনার যিকির করার এবং শোকর করার ও সুন্দরভাবে আপনার ইবাদতের জন্য সাহায্য করুন।
এই বইটি যদি আপনার সম্পুর্ণ পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আর আমি ছোট মানুষ আরবি লেখায় হয়তো একটু এদিক ওদিক হতে পারে যথাসাধ্য চেষ্টা করেছি বইয়ের মত হুবাহু করে লেখার। শুকরিয়া ।
নিচে পাঁচ ওয়াক্ত নামাজের পর আমল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| বইয়ের প্রকাশকঃ | |
| বইয়ের ধরণঃ | সালাতের পর আমল |
| বইয়ের সাইজঃ | 5.22 MB |
| প্রকাশ সালঃ | সাল |
| বইয়ের লেখকঃ | |
| অনুবাদকঃ |






















