বাগদাদের ঈগল pdf বই ডাউনলোড। মার্চ ২০০৩ , ইরাকে রাজধানী বাগদাদ । আধুনিকতার অপরূপ সাজে সজ্জিত এ মহানগরীর অধিবাসীদের মাঝে এক অজানা এক উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে । সামপ্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে ঈঙ্গ মার্কিন যৌথ বাহিনীল ব্যাপক কর্ম তৎপরতা এবং মার্কিন রণতীর মোতায়ন থেকেই মূলত তাদের এ উদ্বেগের সৃষ্টি হয়েছে ।
হয়ত অল্প ক’দিনের মধ্যেই এ খাণে এমন এক ঘঠনার জন্ম নিবে , যা সমগ্র বিশ্বতাসিকে স্তম্ভিত করে দিবে । অবস্থা দৃষ্টে মনে হচ্ছে , জাতিসংঘের অনুমোদনের ও অপেক্ষা করা হবে না এ জন্য । তাই দেশ বিদেশের সাংবাদিকরা পরিস্থিতির উপর সার্বক্ষণিক সতর্ক দৃষ্টিকোণ ।
আরও দেখুনঃ আমীর তৈমুর pdf বই ডাউনলোড
সালমান এই বিদেশিদের একজন । সে বাগদাদে এসেছে দিন পনেরো অঅগে । মার্কিনরা বিশ্ব বাসিকে বোকা বানাতে এবং ইরাকদের ধোকা দিতে তাদের প্রকৃত উদ্দেশ্য গোপন রেখে , একদল অনুগত ওমদদপুষ্ট সংবাদ কর্মীর দ্বারা দেদারছে অপপ্যচার চালাচ্ছে । এরা যেন বুশ নামক হিটলারের এক একজন প্রপাগান্ডা মন্ত্রী গোয়েবলস ।
এতদসত্ত্বেও দুএকজন সত্যনিষঠ সাংবাদিক মাঝেমধ্যেই তাদের এমন গোপন তথ্য ও পরিকল্পনা বিশ্ব বাসির সম্মুখে ফঅস করে দিচ্ছে , যাতে তাদেরকে বেশ বেকায়াদায় পড়তে হচ্ছে । সালমান এদর ধ্যে অন্যতম । গভির রাত । হোটেল প্যালেস্টাইনের ১০৫ নম্বর রুম। আশপাশের রুমের বাতি যদিও বন্ধ , তবু একরুমের বাতি জ্বলছে এখনও ।
আরও দেখুনঃ জিহাদের কাফেলা pdf বই ডাউনলোড
আধার রাতের নিস্তব্ধতায় সমগ্র বাগদাদ নগরী সুপ্ত থাকলেও এ রুমের নিশঅচার মানুষটি কর্মচাঞ্চল্যে এখনও দীপ্ত । টেবিলে রাখা কয়েকটি কাগজেই তার মনযোগ সীমাবদ্ধ। দু আঙ্গুলের ফাকে ধর চায়নার দামী কলমটি মাঝে মাঝে সচল হয়ে উঠছে ।
কখনও চলছে অতি দ্রুত অঅবার কখনও বা অকটু শ্লথ গতিতে । আবার কিছুক্ষন নিছে সামান্য বিশ্রাম । আর এরই মাঝে হচ্ছে তথ্যবহুল গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন । লেখা শেষ , এ মুহুর্তে শেষবারের মত প্রতিবেদনটি একবার দেখতে শুরু করল সালমান।
আরও দেখুনঃ জিহাদের কাফেলা pdf বই ডাউনলোড
নিচে বাগদাদের ঈগল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাদানী লাইব্রেরী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 16.7 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মাছুম বিল্লাহ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ