বিষয় ভিত্তিক আয়াত ও হাদিস pdf বই ডাউনলোড। মহান রব মানুষের জীবনবিধান হিসেবে প্রেরণ করেছেন ‘ইসলাম’। ইসলাম শাশ্বত, মানুষের জন্য একমাত্র অনুসরণীয় পথ। যে ওহীর মাধ্যমে মানুষের জীবন বিধানকে পূর্ণতা দান করা হয়েছে তা হলো আল কুরআন। এ মহান কালামের প্রতিটি বাণী সত্য ও অকট্য।
এর বিধানাবলির মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অণুমাত্র অবকাশ নেই। এত প্রদত্ত তত্ত্ব ও তথ্যের মধ্যেও কোন প্রকার সন্দেহ নেই। এ কালাম এক চিরন্তন মু’জিযা। কোন মানুষের সাধ্য নেই এ কালামের সাথে চ্যালেঞ্জ করার। অনুরূপ একটি কুরআন বা তার অংশ বিশেষ রচনা করার সাধ্য মানুষের নেই।
হাদীস বিষয়ক আরও বই দেখুনঃ
- সহীহ বুখারী ৫ম খন্ড বাংলা অনুবাদ pdf ডাউনলোড
- সহীহ বুখারী ৬ষ্ঠ খন্ড বাংলা অনুবাদ pdf ডাউনলোড
- আল কুরআনের বিষয় ভিত্তিক আয়াত pdf বই ডাউনলোড
- সহীহ বুখারী ১ম খন্ড বাংলা অনুবাদ pdf ডাউনলোড
- সহীহ বুখারী ২য় খন্ড বাংলা অনুবাদ pdf ডাউনলোড
আল্লাহ তায়ালা মুহাম্মদ সাঃ আল কুরআন প্রচারক এবং একমাত্র ব্যাখ্যাদাত নিয়োগ করেন। মূলত কুরআনের বাস্তব চিত্রই হচ্ছে নবী মুহাম্মদ সাঃ এর জীবণাচরণ তথা গোটা জিন্দেগী।
তাই তো তাঁরই সহধর্মিনী উম্মিহাতুল মুসলিমীন হযরত আয়েশা সিদ্দিকা রাঃ কুরআনের বাস্তব নমুনা হিসেবে রাসূল সাঃ এর সকল কর্মতৎপরতাকে ঘোষণা করেন। সুতরাং আল কুরআন এবং রাসূল সাঃ প্রদত্ত আল কুরআনের ব্যাখ্যাই হচ্ছে দীন ইসলামের মূল ভিত্তি।
আর রাসূল সাঃ প্রদত্ত এ ব্যাখ্যার নামই হলো হাদিস বা সুন্নাহ। তাই হাদিস বা সুন্নাহকে বাদ দিয়ে ইসলামকে কল্পনাই করা যায় না। ছাদ এবং দেয়াল ছাড়া শুধু পিলারকে যেমন অট্টালিকা বলা যায় না, তেমনি হাদিস ও সুন্নাহ ছাড়া কেবলমাত্র কুরআন দিয়ে ইসলামের অট্টালিকা পূর্ণাঙ্গ হয় না। এই সুন্নাহ ইসলামী সংস্কৃতি ও কর্মবিধানের অত্যধিক গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী।
হাদিস অধ্যয়ন যেমন ইসলামী আমও নৈতিকতা গ্রহণের প্রেরণাদায়ক, তেমনি এর মাধ্যমে ইসলামী সংবিধানের সাথে সরাসরি পরিচয় লাভ সম্ভব। এই কারণে কুরআনের পরে হাদিসের মর্যাদা সর্বজনস্বীকৃত। হাদিসের সাহায্য না হলে যেমন কুরআনের নির্ভুল ও সঠিক তাৎপর্য লাভ করা সম্ভব নয, তেমনি ইসলামী জীবনবিধানও সক্ষম হয় না। সম্পূর্ণতা অর্জন করতে।
ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। আর ইসলামী আন্দোলনের যাবতয়ি উপায়-উপাদন স্পষ্টভাবে কুরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে। কিন্তু উল্লেখিত দু’টি বিষয়ে অধ্যয়ন ছাড়া এই বিপ্লবকে জানা বা আঞ্জাম দেয়া সম্ভব নয়।
এই বিপ্লবকে না জেনে তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়াও সম্ভব নয়। সে কারণে এই আন্দোলনের প্রতিটি কর্মীকে কুরআন ও হাদিস সরাসরি অধ্যয়ন একান্ত কর্তব্য।
নিচে বিষয় ভিত্তিক আয়াত ও হাদিস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আইসিএস পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.99 MB |
প্রকাশ সালঃ | 2017 |
বইয়ের লেখকঃ | আইসিএস পাবলিকেশন্স |
অনুবাদঃ |