মারিফাত ও দীদার এ ইলাহী pdf বই ডাউনলোড। অবিনশ্বর সত্যে বিশ্বাস এবং বিষয়কে সঠিক ও যথাযথভাবে জানার নাম জ্ঞান। জ্ঞান সৃষ্ট নয়, কারণ অবিনশ্বর সত্য সৃষ্ট হতে পারে না, যা জানার নাম জ্ঞান। আল্লাহ তাআলা অবিনশ্বর সত্য। আল্লাহতাআলা তারঁ বাক্যাবলী বা আয়াতসমূহ হতে পৃথক নন। তাই কোরআনও অবিনশ্বর সত্য যা সৃষ্ট নয়। কোরআন হল স্রষ্টা ও সৃষ্টির অভিব্যক্তি আর বিশ্ব প্রকৃতি কোরআনের অভিব্যক্তি।
কোরআন ও বিশ্ব প্রকৃতি আল্লাহতাআলা জ্ঞঅন ও গুনের প্রকাশ। কোরআনের সাথে সৃষ্টির সম্বন্ধ আছে, এই সম্মন্ধ থাকাতে আল্লাহ তাআলার জ্ঞান ও গুন সৃষ্ট হতে পারে না। রাসূলুল্লাহ সাঃ সৃষ্ট হলেও আল্লাহর রাসূল, তাই তারঁ বাণীও অবিনশ্বর সত্য, যা জানার নাম জ্ঞান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মহান আল্লাহর মারিফাত pdf বই ডাউনলোড
- আল্লামা ইহসান ইলাহী যহীর pdf বই ডাউনলোড
- তাজকিরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
- রিয়া গোপন শিরক pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা প্রকাশ্য ও গুপ্ত। এক দিকে তিনি যেমন দৃশ্যমান জড় জগতে প্রকাশিত, তেমনি অদৃশ্যমান নূরী জগতে ব্যাপ্ত। অর্থাৎ সমগ্র দৃশ্যমান ঝড় ও অদৃশ্য নূরী জগতে স্তরে স্তরে তারঁ জ্ঞান ও গুণরাজী প্রকাশিত করে তারঁ নিরাকার অস্তিত্ব ঘোষণা করছেন। দৃশ্যমান জড়জগতে তেমন তিনি তার জ্ঞান ও গুণকে প্রকাশ করে তারঁ নিরাকার সত্তার প্রমাণ উপস্থাপন করেছেন, তেমনি অদৃশ্য নূরীজগতেও ও তারঁ উপস্থিতি প্রকট করে তারঁ নিরাকার সত্তা যে দেহধারীর নয়।
অথচ অস্তিত্ব সর্বত্র বিরাজমান, এসত্যই পেশ করেছেন। যে, দেহধারী না হলেও তারঁ নিরাকার অস্তিস্তই সকল জ্ঞান, গুণ ও ক্ষমতার একমাত্র আধার ও উৎস। জগজগত জড়ের দ্বারা, নূরী জগতে নূরের দ্বারা অস্তিত্ববান হয়েও তারঁ একমাত্র নিরাকার চিরস্থায়ী ও অপরিবর্তশীল সত্তায় বিলীন।
দৃশ্যমান বিশ্ব প্রকৃতিতে যেহেতু তারঁ জ্ঞান ও গুণরাজী প্রকাশিত , তাই বিশ্বপ্রকৃতির নিদর্শনাবলীর সাহায্যে আল্লাহ তাআলঅর অস্তিত্ব ধরা যায়। জগজগতে বস্তুগলো যে বস্তু হয়েছে তা অন্য বস্তুর সাহাযে? অন্যটিকে যেমন অস্তিত্ববান করা হয়েছে, তেমনি প্রতিটি বস্তুকে পরস্পর সম্মন্ধযুক্ত করে এবং কার্যকারণ সম্বন্ধের শৃংখলে আবদ্ধ করে তারঁ একত্বের তথা তওহীদের প্রমান দিয়েছেন।
দৃশ্যমান জড়জগতের প্রতিটি দ্রব্য ও পদার্থ আল্লাহ তাআলা সৃষ্ট, সেগুলোকে সঠিকভাবে জানা মানে আল্লাহ তাআলার জ্ঞান লাভ করা। তাই সমগ্র জ্ঞান স্রষ্টার। স্রষ্টার জ্ঞানের বাইরে কোন জ্ঞান নেই। মানুষ এতে ভুল ও মিথ্যা মিশিয়াছে। বৈজ্ঞানিকগণ প্রকৃতির বিভিন্ন বিষয় আবিস্কার করে যে জ্ঞানের পরিধি বাড়ায়, সে জ্ঞানে ভুল ও মিথ্যা না থাকলে সেসব জ্ঞানও আল্লাহতায়ালার ।
নিচে মারিফাত ও দীদার এ ইলাহী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 8.36 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৬ |
বইয়ের লেখকঃ | শায়েখ আলাউদ্দিন খান আল ক্বদমী |
অনুবাদঃ |