মারেফুল হাদীস ২য় খন্ড pdf বই ডাউনলোড। মারেফুল হাদীসের প্রথম খন্ডে ঈমান ও আখেরাতের সাথে সংশ্লিষ্ট ১৬০টি হাদীসের ব্যাখ্যা হয়ে গিয়েছিল। এ দ্বিতীয় খন্ড যা রিকাক অধ্যায় ও আখলাক অধ্যায় সম্বলিত। এতে ২৬২ হাদীসের ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
অধম সংকলকের দৃষ্টিতে ঈমান সংক্রান্ত হাদীসসমূহের পর মানুষের দ্বীনি উন্নতি, আত্মিক উৎকর্ষ ও চরিত্র গঠনে ঐসব হাদীসই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাব সৃষ্টিকারী হয়ে থাকে। যেগুলো মুহাদ্দেসীনে কেরাম নিজেদের কিতাবে রিকাক অধ্যায় ও আখলাক অধ্যায়ে অন্তর্ভুক্ত করে থাকেন। এ জন্য অধম এ দ্বিতীয় খন্ডে ঐসব হাদীসকেই নির্বাচন করে পাঠকদের সামনে পেশ করছি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মারেফুল হাদীস ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৮ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ১ম খন্ড pdf বই ডাউনলোড
২য় খন্ডে ১০০টি হাদীস রিকাক সংক্রান্ত। আর বাকী ১৬২টি আখলাক সম্পর্কীয়। রিকাক দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাঃ এর ঐসব বাণী, ভাষণ ও উপদেশ এবং তাঁর জীবনের ঐসব অবস্থা ও ঘটনাবলী, যেগুলো পাঠ করলে অথবা শুনলে অন্তরে কোমলতা, ভয় ও আবেগ সৃষ্টি হয়।
মানুষের দৃষ্টিতে দুনিয়ার মর্যাদা ও মূল্য কমে যায় ও আখেরাতের চিন্তা বেড়ে যায়। এবং একথা জানা যায় যে, এ দুনিয়ার জীবনে একজন মুমিনের উদ্দেশ্য ও লক্ষ্যবস্তু কি হওয়া চাই এবং কিভাবে এখানের জীবন কাটানো উচিৎ, কোন বস্তুর সাথে মন লাগাতে হবে, আর কোন জিনিস থেকে অন্তর ও দৃষ্টিকে ফিরিয়ে রাখতে হবে।
মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রকৃত কার্যকারক হচ্ছে ঐ উপাদান ও শক্তি, যাকে কলব অথবা অন্তর বলাহয়। এর গতি যদি সঠিক থাকে, তাহলে মানুষের পূর্ণ জীবনই সঠিক গতিতে চলে। আর এর গতি যদি ভ্রান্ত হয়ে যায়, তাহলে মানুষের সারাটি জীবন ভ্রান্তপথে চলে যায়।
রিকাক সংক্রান্ত হাদীস সমূহের বিষয়বস্তু এবং এগুলোর বিশেষ কাজ এটাই যে, এর দ্বারা মানুষের অন্তরের গতি ঠিক হয়ে যায়। এবং মানুষ এ জীবনে সঠিক গতির সন্ধান পেয়ে যায়। মানুষের অন্তরের গতি সঠিক হয়ে যাওয়ার পরই ঐ সকল উন্নত নৈতিকতা ও আখলাক সৃষ্টি হতে পারে, যেগুলোতে সুশোভিত হয়ে একজন মানুষ আল্লাহর খলীফ হয়ে যায়।
নিচে মারেফুল হাদীস ২য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | এমদাদীয়া লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | মারেফুল হাদীস গ্রন্থ |
বইয়ের সাইজঃ | 13.0 MB |
প্রকাশ সাল | ১৩৭৬ হিজরী |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মদ মনযূর নোমানী রহঃ |
বইয়ের অনুবাদকঃ | হাফেজ মাওলানা মুজিবুর রহমান |