রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন pdf বই ডাউনলোড। প্রশ্ন-১. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম কখন জন্ম গ্রহণ করেন ?
উত্তর : ৫৭১ খ্রিষ্টাব্দে ২২ এপ্রিল মোতাবেক ৯ রবিউল আউয়াল রোজ সোমবার তিনি জন্ম গ্রহণ করেন ।
প্রশ্ন-২. তিনি কোথায় জন্ম গ্রহণ করেন ?
উত্তর :তিনি আরবের মক্কা নগরীতে জন্ম গ্রহণ করেন।
আরও দেখুনঃ দুআ কবুলের গল্প গুলো pdf বই ডাউনলোড
প্রশ্ন-৩. কেন ও বছরটিকে “আমূল ফীল ”বা হস্তীবাহিনীর বছর বলঅ হয় ?। উত্তর: ঐ বছর ইয়ামেনের বাদশাহ আবরাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য এবং আরবের হজ্বযাত্রীদের ভীত-সম্ত্রস্ত করার উদ্দেশ্যে হস্তীবাহিনী নিয়ে মক্কা আক্রমন করে । আর এ জন্য ঐ বছরটিকে “আমূল ফীল ” বা হস্তীবাহিনীর বছর বলা হয় ।
প্রশ্ন-৪.আবরাহা এবং তার সৈন্যবাহিনী কিভাবে ধ্বংস হলো?
উত্তর : আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখিদের ঠোটে ও পায়ে পাথর কণা দিয়ে পাঠালেন । তারা সেনাদলের উপর পাথর বর্ষন করতে লাগলো । অঅর এভাবে পাথর বর্ষণ করে হস্তীবাহিনী ধ্বংস করা হল । (১০৫ সূরা ফীল )।
আরও দেখুনঃ দুনিয়ার ওপারে pdf বই ডাউনলোড
প্রশ্ন -৫ রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের পিতার নাম কি?
উত্তর: আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব ।
প্রশ্ন-৬ রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের মাতার নাম কি ?
উত্তর: আমিনা বিনতে ওহাব বিন আবদে মানাফ বিন যাহরাহ ।
প্রশ্ন -৭ .কোথায় এবং কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম এর পিতা ইন্তেকাল করেন ?
উত্তর : মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের পূর্বে তিনি ইয়াসরিবে ইন্তেকাল করেন।
প্রশ্ন-৮ রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের দাদার নাম কি?
উত্তর: আব্দুল মুত্তালিব ।
প্রশ্ন-৯ আব্দুল মুত্তালিবের সামাজিক পদ – মর্যাদা কী ছিল ?
উত্তর : তিনি তার গোত্র বনু হাশিমের প্রধান ছিলেন ।
প্রশ্ন-১০ রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের পঞ্চ পিতৃ – পুরুষের পতিক্রমা কী ?
উত্তর: তারা হলেন মুহাম্মদ বিন আ্বদুল্লাহ বিন মুত্তালিববিন হাশিম বিন আবদে মানাফ বিন কুসাই বিন কিলাব ।
আরও দেখুনঃ তোমাকে ভালবাসি হে নবী pdf বই ডাউনলোড
নিচে রাসূল সাঃ সম্পর্কে ১০০০ প্রশ্ন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 5.31 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ সাইয়্যেদ মাসুদুল হাসান অনুবাদঃ সাইফুল্লাহ আশরাফডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ