রৌদ্রময়ী রামাদান উৎসব
রৌদ্রময়ী রামাদান উৎসব pdf বই ডাউনলোড। আল্লাহ এর নৈকট্য লাভের জন্য সবচাইতে মধুরতম মাস হচ্ছে রামাদান। এসময় মুসলিমদের মনে স্রষ্টার প্রতি আবেগ, অনুভূতি অধিকতর বেড়ে যায় ও তারঁ আদেশ নিষেধগুলো পালন অপেক্ষাকৃত সহজ মনে হয়। রামাদানে শয়তানকে বন্ধী রেখে, আমাদের জন্য সালাত, সিয়াম, তাহাজ্জুত, দান-সাদাকা থেকে শুরু করে যাবতীয় ইবাদত করাকে অভ্যাসে পরিণত করার পথকে সুগম করে দেয়া হয়।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা এ মাসে সিয়াম পালন আমাদের জন্য ফরয করে দিয়েছেন, যেনো আমরা তাকওয়া/পরহেজগারি অর্জন করে মুত্তাকী হতে পারি।
আরও দেখুনঃ রৌদ্রময়ী নির্বাচিত সংকলন pdf বই ডাউনলোড
এই মর্মে তিনি বলেছেন, হে ঈমানদারগন! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তি লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার। (সুরা বাকারা- আয়াত ১৮৩) কিন্তু দুঃখের ঘটনা হচ্ছে, বর্তমান পুজিঁবাদী সমাজে রামাদান মাসেরও বানিজ্যিকরণ করার সবোর্চ্চ চেষ্টা চালানো হচ্ছে।
সিয়াম পালনের মূল উদ্দেশ্য সবাই ভুলতে বসেছে। তাকওয়া অর্জনের পরিবর্তে এর মূল লক্ষ্য হয়ে গেছে পোষাক আষাক, বাহারী খাদ্য তৈরির প্রতিযোগীতা, ইফতার ও সেহেরি পার্টি করার মাধ্যমে ইবাদতে ক্ষতিসাধন এবং নানাবিধ অপচয়ে লিপ্ত হওয়ার অনাচারে। অথচ এর উল্টোটাই হবার কথা ছিলো অসংযমী নয় বরং সংযমী হবার কথা ছিলো।
আরও দেখুনঃ খাজা নিজামুদ্দীন আওলিয়া pdf বই ডাউনলোড
আমাদের মানসিকতার এই পরিবর্তন কিভাবে হলো? এখনো কি নফসের বিরুদ্ধে লাগাম টেনে ধরার সময় হয় নি! রামাদান উপলক্ষ্যে রৌদ্রময়ীদের লেখা আশা করি আমাদে হৃয়ে নাড়া দেবে ও এ মাসের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে ইন শা আল্লাহ ।
এ রামাদান যেনো পার্থিব মোহমায়ার ফাদেঁ আরো বেশি করে শৃঙ্খলিত হয়ে, প্রতিযোগিতামুলক সয়াজের দাসত্বে ধরা দেবার মান না হয়। এর রামাদান যেনো হয় জ্ঞান অর্জনের, তাকওয়া বৃদ্ধির, ও পরহেজগারিতা অর্জনের মাস। কুরআনে যে জ্ঞানী ও চিন্তাশীল সম্প্রদায়ের কথা বলা হয়েছে।
আরও দেখুনঃ মোগল সম্রাট আওরঙ্গজেব pdf বই ডাউনলোড
নিচে রৌদ্রময়ী রামাদান উৎসব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 23.3 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ