শাইখ মুহাম্মাদ মাহমুদ আলী রহ. pdf বই ডাউনলোড। যারা ঈমানদার তারাঁ যে, জিহাদ করে আল্লাহর রাহেই। পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং জিহাদ করতে থাক শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে, দেখবে শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। (সূরা নিসা: ৭৬) ।
হক-বাতিলের দ্বন্দ অবিনশ্বর চিরন্তন। কালের আবর্তনে এ চিরাচরিত নীতিতে কোন বিবর্তন আসে না। হকের আলো উদ্ভাসিত হওয়া মাত্রই বাতিল সেখানে মাথাচাড়া দিয়ে উঠে এবং সে আলো নিভিয়ে দেওয়ার, সে আলোর নিদর্শন মুছে দেওয়ার ।
আরও দেখুনঃ সিরাত থেকে শিক্ষা pdf বই ডাউনলোড
ও সেই আলোকিত মানুষগুলোকে নিঃশেষ করে দেওয়ার হোলি খেলায় মেতে ওঠে। সুতরাং আল্লাহ তাআলা সমুদয় দুনিয়া ও দুনিয়াবাসীর উত্তরাধিকারী হওয়ার আগপর্যন্ত আল্লাহর সেনাদল ও শয়তানের সেনাদলের মধ্যকার এ সংঘাত চিরস্থায়ী রবে। তাই আহলে হক ও আহলে বাতিলের মধ্যে এ সংঘাতের আগুন আজো প্রজ্বলিত রয়েছে। কিন্তু যারা নিজের জীবনকে তাগুতের পথে ধ্বংস করে দেয় ।
এবং যারা আল্লাহর পথে ও আল্লাহর কালিমাকে বলুন্দ করার জন্য নিজের হৃদপিন্ডের তাজা রক্তকে সুলভে বিলিয়ে দেয় তাদের উভয় শ্রেণীর মাঝে আকাশ-পাতাল বরাবর পার্থক্য রয়েছে। সুতরাং প্রত্যেকেই লড়াই করছে এবং প্রত্যেকেই মারা যাচ্ছে। কিন্তু আদৌ উভয় শ্রেণীর নিহত ব্যক্তিরা বরাবর নয়।
আরও দেখুনঃ অপারেশন তেলআবিব pdf বই ডাউনলোড
কেননা কাফেরদের নিহত ব্যক্তিদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হয় এবং মুসলমানদের নিহত ব্যক্তিদেরকে জান্নাতে রিযিক দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেনঃ অর্থাৎ যারা আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহ কখনই তাদেঁর কর্ম বিনষ্ট করবেন না। তিনি তাদেঁরকে পথ প্রদর্শণ করবেন এবং তাদেঁর অবস্থা ভাল করবেন। অতঃপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন।
যা তাদেরঁকে জানিয়ে দিয়েছেন। হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ়প্রতিষ্ঠ করবেন। আর যারা কাফের তাদের জন্যে আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। (সূরা মুহাম্মাদ:৪-৮) । একদিকে কাফেররা মৃত্যু থেকে পলায়ন করে পার্থিব জীবনকে আকঁড়ে ধরে রাখতে চেষ্টা করছে।
আরও দেখুনঃ অপরাধী ও পুলিশ pdf বই ডাউনলোড
নিচে শাইখ মুহাম্মাদ মাহমুদ আলী রহ. pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রকাশকঃ উসামা প্রকাশনী বইয়ের ধরণঃ জীবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1.48 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃ মাওলানা হামিদুর রহমানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ






















