সফলতার জন্য চাই উত্তম পরিকল্পনা pdf বই ডাউনলোড। সফলতা কৃতকার্যতা বা উদ্দিষ্ট লক্ষ্য অর্জন করা। বিভিন্ন শব্দে আমরা সফলতাকে ব্যাখ্যা করি। আবার একেক জনের সফলতা হয় একেক রকম। কেউ উদ্দিষ্ট লক্ষ্য অর্জন করে সত্যিই সফল হন। কেউ আবার উদ্দিষ্ট লক্ষ্য অর্জন করেও সত্যিকার অর্থে সফল নন।
আমাদের সবার লক্ষ্যই হয়ে থাকে ভবিষ্যৎ নিয়ে। কেউ এমনটা বরেন না যে, তিনি অতীত নিয়ে পরিকল্পনা করেন বা স্বপ্ন দেখেন। বরং সবাই ভবিষ্যৎ নিয়ে ভাবেন, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন। আমাদের স্বপ্ন যেহেতু ভবিষ্যৎ নিয়েই। তবে কেন চূড়ান্ত ভবিষ্যতই আমাদের লক্ষ্য হবে না?
আরও ইসলামিক বই দেখুনঃ
- ছোটদের চরিত্র কেমন হবে pdf বই ডাউনলোড
- কুরআন হাদীসের ভবিষ্যৎ বাণী pdf বই ডাউনলোড
- তাবলীগের অতীত বর্তমান ভবিষ্যৎ pdf বই ডাউনলোড
- মাযহাব অতীত বর্তমান ও ভবিষ্যৎ pdf বই ডাউনলোড
- পরকালের প্রস্তুতি pdf বই ডাউনলোড
আপনি জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখেন জীবনে আপনি এত এত টাকার মালিক হবেন, আপনারা সুন্দর বাড়ি থাকবে, দাড়ি গাড়ি থাকবে। এমনটাই যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, তবে আপনার ও আপনার স্বপ্নের মাঝে আমার একটি কথা আড়াল হয়ে দাড়াঁতে বাধ্য। আমার সে কথাটি হচ্ছে এর নামই কি সফলতা? তাহলে জেনে আসি আসল ভবিষ্যৎ এবং সফলতা-
চুড়ান্ত ভবিষ্যৎ কোনটি
-আখিরাতের জীবন।
আসল সফলতা কোনটি?
-জান্নাতে প্রবেশ করা।
সফলতার বিপরীত শব্দ বিফলতা, ক্ষতিগ্রস্ততা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন; সময়ের শপথ! নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও উপদেশ দেয় ধৈর্যধারণের।
আল্লাহ তাআলা আরও বলেন- অর্থাৎ- কিন্তু রাসূল আর তারঁ সাথে যাঁরা ইমান এনেছে, তাঁরা তাঁদের মাল ও জান দিয়ে জিহাদ করে। আর সে সব লোকেরই জন্য রয়েছে যাবতীয় কল্যাণ এবং তাঁরাই সফলকাম। আল্লাহ তাঁদের জন্য জন্নাত প্রস্তু করে রেখেছেন, যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ, তারা তাতে চিরকাল থাকবে। এটাই হলো বিরাট সফলতা।
সফলতা নিয়ে পবিত্র কুরআনের অনেক জায়গায় আলোচনা করা হয়েছে তন্মধ্যে দুটি জায়গা থেকে উব্দৃতি দিলাম। বোঝা যাচ্ছে, ঈমান আনা ও সৎকর্ম করা সফলতার ভিত্তি। আর জান্নাত লাভ করা হচ্ছে সফলতা। তাই আমরা যদি সকল হয়েও অসফল না হতে চাই। যদি চাই সত্যিকার অর্থে সফল হতে। যদি চাই চুড়ান্ত সফলতা নিজের করে পেতে। তবে আমাদের লক্ষ্য হবে জান্নাত। আর আমাদের পরিকল্পনা হবে জান্নাত লাভ করা নিয়ে। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সফলতার জন্য চাই উত্তম পরিকল্পনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | রুহামা পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 14.5 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ |
অনুবাদকঃ | আব্দুল্লাহ ইউসুফ |