হযরত ওমর রাঃ pdf বই ডাউনলোড । হযরত ওমর – রচনা আজ শেষ হলো। এজন্যে প্রথমেই জানাই করুনাময় আল্লাহ তায়ালার উদ্দেশ্যে শেষ শুকরিয়া। ওমর চরিত্রের বিশালতা উপলদ্ধি করে স্বভাবতঃই আমি কুন্ঠিত হই এ দায়িত্ব গ্রহণ করতে, যদিও অনুরোধ আসে, যা আমার পক্ষে গৌরবের বিষয়।
বিশ্বনবীর নবুয়ত প্রাপ্তির পাঁচ সাত বছর আগের কথা। ওকাযের বৃহৎ প্রান্তর জুড়ে মেলা বসেছে। বাৎসরিক মেলা্ প্রতি বছরেই হজের পূর্বে এ মেলা বসে, আর আরব দেশের সব অংশ থেকেই লোকেরা জমায়েত হয়। মক্কার বাসিন্দারাই ভীড় জমায় বেশি। সারি সারি তাঁবু বসে যায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব pdf বই ডাউনলোড
- ওমর আল জাবিরের লেখা pdf বই ডাউনলোড
- পিঁপড়াদের রাজ্যে pdf বই ডাউনলোড
- মরু সিংহ pdf বই ডাউনলোড
সাড়া মেলা জুড়ে বিক্রয়-সম্ভার থরে থরে সাজানো। এসব পণ্য হেজাযেরই নয়, শাম ও ইয়েমেন দেশেরও পণ্য এসেছে অজস্র ভারে। মেয়ে-পুরুষ দল বেঁধে পন্য দেখছে, কিনছে। মেয়েদের ভীড়েই এসব জায়গায় বেশি।
মেলার এক বিশেষ প্রান্তে জমেছে কুস্তিগীরদের আখড়া। সেখানে আরবী সব কবিলার সেরা কুস্তিগীরের বিচিত্র সমাবেশ। আর রয়েছে প্রত্যেক কবিলার নামজাদা কবি, যিনি নিজ কবিলাম মহিমা ও কুস্তিগীরের বাহাদুরীর বয়ান শুনিয়ে যাচ্ছেন সোচ্চার কন্ঠে।
একদিন এই আখড়ায় এক কবিলার কবিবর উচ্চ কন্ঠে গেয়ে চলেছেন নিজ কবিলার মহিমা, প্রিয় কুস্তিগীরের শক্তির বড়াই। শ্রোতারা ঘন ঘন বাহবা দিয়ে পরিবেশটি মুখরিত করে তুলছে। কিন্তু কেউ জওয়াব দিতে সাহস পাচ্ছে না।
এক কোণে বসেছিল এক তরুণ যুবা। বয়স্যদের নিয়ে কবির কীর্তন উপভোগ করছিল রহস্যভারে। আর মাঝে মাঝে উচ্চ হাসি তুলে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছিল। সহসা উঠে দাঁড়ালো যুবক।
তার দীর্ঘ শরীর, শালপ্রাংশু বাহু ও কঠোর মুখভঙ্গি সহজেই দৃষ্টি আকর্ষণ করে। যুবক সামনে অগ্রসর হয়ে কবির কীর্তীতে কুস্তিগীরকে আহ্বান করলো শক্তির পরীক্ষায়। নির্ভয়ে, দাম্ভিক কন্ঠে।
এক নিমেষে চিনলো সবাই যুবাকে। এ যে খাত্তাব-নন্দন ওমর। সকলেরেই অতি চেনা।
বিদ্যুৎগতিতে খবর ছড়িয়ে গেলো সারা মেলায়। যে যেখানে ছিল, ছুটে এসে ভীড় জমালো আখড়ার চারিদিকে। ছেলে, মেয়ে, যুবা, বুড়া সকলেই রুদ্ধ নিশ্বাসে লক্ষ্য করতে লাগলো মল্লযুদ্ধের ফলাফল।
ওমর সুযোগ দিলো প্রতিদ্বন্দীকে প্রথমে আক্রমণ করতে। সে বুক ফুলিয়ে আস্ফালন করে ঝাঁপিয়ে পড়লো ওমরের ওপর। বেদুইন নওজওয়ানের আক্রমণ নীরবে প্রতিহত করে ওমর কৌশলে তার কাঁধের উপর সওয়ার হলেন এবং এক নিমেষে ভূপাতিত করে তার বুকের উপর বসে গেলেন কঠিন অনড় পাহাড়ের মতো। বেদুইন নওজওয়ান নিশ্বাস নিতে অক্ষম হয়ে ওমরের নিকট প্রাণ ভিক্ষা করলো। তিনি হাসিমুখে তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। জয়ধ্বনির উচ্চস্বরে চারিদিক ভরে গেল।
নিচে হযরত ওমর রাঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আহমদ পাবলিশিং হাউস |
বইয়ের ধরণঃ | চার খলিফার জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 6.05 MB |
প্রকাশ সালঃ | 1967 |
বইয়ের লেখকঃ | আব্দুল মওদুদ |
অনুবাদঃ |