হাদীছ জালিয়াতির স্বরূপ pdf বই ডাউনলোড। আল্লাহ প্রদত্ত ও রাসূল সাঃ প্রদর্শিত অভ্রান্ত শরীআতকে বিকৃত করার জন্য বিভিন্ন গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র করেছে এবং এখনো করেছে। এক্ষেত্রে ইহুদী- খ্রীষ্টান ও তাদের ক্রীড়ানকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদেরই পাতানো ফাঁদে বন্দী হয়ে মুসলিম নামের একশ্রেণীর বিদআতী মাযারপন্থী আলেমও মাযহাব ও তরীক্বার স্বার্থে উক্ত অপকর্ম লিপ্ত হয়েছে। হাদীছ জাল করা, হাদীছের কোন অংশ বাদ দেয়া, ছহীহ হাদীছের সাথে মিথ্যা অংশ সংযোগ করা, কুরআনের আয়াতের ভূল অর্থ করা, মনগড়া ব্যাখ্যা করা।
শরীআতের নাম করে নতুন নতুন মিথ্যা মূলনীতি তৈরি করা ইত্যাদি অপকর্ম তারা যুগের পর যুগ ধরে করে আসছে। এভাবে তারা মুসলিম উম্মাহকে বিভক্ত করেছে তাদের তাহযীব ও তামাদ্দুনকে কলঙ্কিত করেছে। এই স্থূল চক্রান্তের কারণে মুসলিমরা আজ ইসলামের মূল স্রোত-ধারা থেকে ছিটকে পড়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুসলমানের হাসি pdf বই ডাউনলোড
- আমরা হাদীছ মানতে বাধ্য pdf বই ডাউনলোড
- ইতিক্বাদু আয়িম্মাতিল হাদীছ pdf বই ডাউনলোড
- মুহাম্মাদ আব্দুর রহমান মুবারকপুরী রহঃ pdf বই ডাউনলোড
- যঈফও জাল হাদিস ২য় খন্ড pdf বই ডাউনলোড
ফলে তাদের উপর শিরক-বিদআত মিশ্রিত ভেজাল ইসলাম জগদ্দল পাথরের মত চেপে বসেছে। হাদীছ জালিয়াতির এই রমরমা ব্যবসা উপমহাদেশেই বেশী হয়। কারণে এখানো হানাফী মাযহাবের অনুসারীদের সংখ্যা অনেক বেশি। যখনই মাযহাব বিরোধী কোন হাদীছ তাদের সামনে প্রকাশিত হয়, তখনই সেই হাদীছের বিরুদ্ধে নতুন করে হাদীছ জাল করা, অথবা হাদীছটিকে বিকৃত করা, অথবা মানসূখ বলে ঘোষণা করা, কিংবা মিথ্যা ব্যাখ্যা দিয়ে মাযহাবের পক্ষে নেয়া হয় ।
এবং নিজেদের রচিত অপবিত্র কথাকে আল্লাহ বিধান বলে চালিয়ে দেয়া ইত্যাদি নোংরা কাজে জড়িত পড়ে। এই জঘন্য কর্মের পরিণাম কি ভাল হতে পারে? আল্লাহ তাআলা বলেন,তো কি আশা কর যে, তোমাদের কথায় তারা ঈমান আবনে? অথচ তাদের মধ্যে এমন একটি দল রয়েছে, যারা আল্লঅরহ কালাম শ্রবণ করে অতঃপর তাকে বুঝার পরে বিকৃত করে।
অথচ তারা বুঝে (বাক্বারাহ ৭৫)। একটু পরেই আল্লাহ বলেন, তাদের জন্য দুর্ভোগ! যারা নিজ হাতে পুস্তক রচনা করে এবং পার্থিব তুচ্চ স্বার্থের জন্য বলে যে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাদের হাত যা লিপিবন্ধ করেছে, তার জন্য তাদের প্রতি দুর্ভোগ এবং তারা যা উপার্জন করেছে তার জন্যও দুর্ভোগ (বাক্বারাহ ৭৯)।
ছালাতের শুরুতে, রুকুতে যাওয়ার সময় রুকু হতে উঠার সময় এবং মাঝখানে তাশাহহুদ পাঠের পর তৃতীয় রাকআত শুরু করার সময় সাফউল ইয়াদায়েন করা রাসূল ছাঃ-এর প্রতিষ্ঠিত স্থায়ী সুন্নাত। এই সুন্নাতের পক্ষে শত শত ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। কিন্তু হানাফী মাযহাবে রাফউল ইয়াদায়েনের আমল না থাকার কারণে তারা হাদীছে বর্ণিত এই সুন্নাতকে উৎখাতের ষড়যন্ত্রে মেতে উঠেছে।
নিচে হাদীছ জালিয়াতির স্বরূপ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.09 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ |
বইয়ের লেখকঃ | মুযাফফর বিন মুহসিন |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।