হাদীসের বৈচিত্র্যে পূর্নাঙ্গ নামায pdf বই ডাউনলোড। ইসলাম সর্বাঙ্গীন সুন্দর একটি ধর্ম। এখানে অসুন্দরের কোন স্থান নেই। অসুন্দরকে এড়িয়ে চলা এ মহান ধর্মের অনুসারীদের ব্রত হওয়া আবশ্যক। বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ফরয ইবাদত ।
নামাযের মাসায়িল নিয়ে ওলামায়ে কিরামের মাঝে চরম বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। যা ইসলামের সৌন্দর্যকে শুধু বিনষ্টই করছে না, বরং ইসলামের ভ্রাতৃত্বের ইমারতকেই ধ্বংস করে দিচ্ছে। কোথাও কোথাও এ বিতর্ক ঝগড়া-বিবাদ ও মারামারিতে পর্যন্ত পৌঁছে গেছে। যা খুবই দুঃখজনক।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অপরাধ প্রতিরোধে ইসলাম pdf বই ডাউনলোড
- আমরা হাদীছ মানতে বাধ্য pdf বই ডাউনলোড
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড
তাই চলমান এ বিতর্ক কমিয়ে আনার সংকল্প নিয়ে নামায বিষয়ক প্রান্তিক হাদীছগুলো একত্রিত করার উদ্যোগ গ্রহণ করি। একই বিষয়ে ভিন্ন ভিন্ন দলীল থাকার কারণে আমলের মাঝে ভিন্নতা তৈরি হয়েছে। আর এ ভিন্নতা নতুন কিছু নয়; বরং এটা সাহাবায়ে কিরাম রা.-এর যামানায়ও ছিল। দলীলের ভিন্নতা বা দলীলের মর্ম উদঘাটনে চিন্তার ভিন্নতার কারণে ইমাম আবূ হানিফা শাফেঈ মালেক আহমদ ইবনু হাম্বল র.-এর মতো মহান ব্যক্তিবর্গ একই মাসআলায় ভিন্ন ভিন্ন মতামত উপস্থাপন করেছেন।
একই আমলের ব্যাপারে ইমাম আবু হানিফা র.-এর সাথে তাঁরই ছাত্র আবূ ইউসুফ ও মুহাম্মাদ র.-দ্বিমত পোষণ করে ফাতওয়া প্রদান করেছেন। এ বিষয়টি তারা স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন এবং এ কারণে তাঁদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসারও কমতি হয়নি। । তাঁদের মাঝে ছিল না কোন কাদা ছোড়াছুড়িও । বিভিন্ন বিষয়ে আলিমগণের মাঝে মতান্তর ছিল কিন্তু মনান্তর ছিল না।
এই বইতে লেখখ নামাযের মাসায়িল সংক্রান্ত হাদীছ সংকলনের ক্ষেত্রে হাদীছের সনদ যাচাইকে প্রাধান্য দেইনি। তবে জেনে শুনে কোন জাল হাদীছ এ বইটিতে সংকলন করা হয়নি। সহীহ, হাছান ও জঈফসহ হাদীছ হিসেবে সাব্যস্ত এমন সকল পর্যায়ে হাদীছ এখানে সংকলণ করেছি। কেননা একই হাদীছকে কোন মুহাদ্দিস জঈফ বলেছেন, আবার কোন মুহাদ্দিস হাছান বা সহীহ বলে মতামত ব্যক্ত করেছেন- এমন ঘটনাও বিরল নয়।
নিচে হাদীসের বৈচিত্র্যে পূর্নাঙ্গ নামায pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আহসান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 40.1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. আবুল কালাম আজাদ (বাশাঁর) |
বইয়ের অনুবাদকঃ |