হালাল বিনোদন pdf বই ডাউনলোড । বিনোদনের ফিক্হ নিয়ে আলোচনা করার আগে বিনোদনের ব্যাপারে ইসলামী ও পশ্চিমা দৃষ্টিভঙ্গিটা বোঝা দরকার। সেই সাথে ইসলামী ও পশ্চিমা জীবন ব্যবস্থায় বিনোদনের অবস্থান কোথায় সেটাও বোঝা জরুরী।
যা কিছু মানুষকে একটু আনন্দ করার, অবসর সময় কাটানোর সুযোগ দেয়, সেটাকেই বিনোদন হিসেবে সংজ্ঞায়িত করা যায়। সাধারণত বিনোদনের সময় মানুষ নিষ্ক্রিয় থাকে। যেমনঃ গান শোনা, মুভি দেখা ইত্যাদি। তবে কোনো কোনো ক্ষেত্রে তাকে সক্রিয় ভূমিকা পালন করতে হয়। যেমনঃ বই পড়া কিংবা খেলাধূলা করা। এগুলোকে বিনোদনের সক্রিয় ধরন বলা যায়।
যুগ যুগ ধরে নিজেদের বিনোদিত করার জন্য বিনোদনের নানা উপায় মানুষ খুঁজে চলছে। গতানুগতিক জীবনের কর্মব্যস্ততা থেকে একটুখানি সময় নিজের জন্য বর হকরে নেয়াটা মানুষের সহজাত প্রকৃতি। বিনোদনের ব্যাপারগুলো সবসময়ই ছিল। তবে কেউ কেউ তাদের ব্যক্তিগত কামনা চরিতার্থ করার স্বার্থে বিনোদনকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছেন। আধুনিক পশ্চিমা বিনোদন শিল্পে ছড়িয়ে আছে এর হাজারো উদাহরণ।
পৃথিবীর ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বিনোদন শিল্প এখন সবচেয়ে শীর্ষে অবস্থান করছে। বিনোদনের এত এত সব উপকরণ ছড়িয়ে আছে যে, কেউ চাইলে সারাজীবন শুধু বিনোদনের মধ্যে থেকেই কাটিয়ে দিতে পারবে।
দিন দিন মানুষ সেদিকেই যাচ্ছে। টিভি, মুভি, মিউজিক আর ভিডিও গেমস আসক্তি তো খুবই মামুলি ব্যাপার। মানুষ মুঠোফোনে হেডফোন লাগিয়ে সারাক্ষণ কানে গুঁজে দিব্যি হেঁটে বেড়াচ্ছে।
দুটো কারণে বর্তমানে বিনোদন জগত এত প্রসার লাভ করেছে। প্রথম কারণ হচ্ছে, সাম্প্রতিক সময়ে প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বিনোদনের এমন সব উপকরণ মানুষ উদ্ভাবন করেছে যেটা আগে কেউ কল্পনাও করেনি।
বিনোদন সম্পর্কিত আরও বই দেখুনঃ
- খেলাধুলা ও বিনোদন pdf বই ডাউনলোড
- কালেক্টেড ৪র্থ pdf বই ডাউনলোড
- ছুটে চলা জহরত pdf বই ডাউনলোড
- ইসলামে হালাল ও হারাম pdf বই ডাউনলোড
- ব্যবসা বাণিজ্য করণীয় ও বর্জনীয় pdf বই ডাউনলোড
- পরকাল pdf বই ডাউনলোড
দ্বিতীয় কারণ পশ্চিমা ভাবাদর্শ নিজেই। সেক্যুলার গণতন্ত্রের ডামাডোলে বেড়ে বেড়ে ওঠা গড়পড়তা পশ্চিমাদের শেখানো হয়। এ জীবনের উদ্দেশ্য কেবল উপভোগ করা।
পশ্চিমারা প্রায়ই বলে,
“জীবনে তো একবারই বাঁচবে, যত খুশি মজা করে নাও।”
এ ধরণের চিন্তাভাবনা মানুষকে অধারিত ভাবে বিনোদনকেন্দ্রিক জীবনযাপনে উপসাহিত করে। আর তাই পশ্চিমা ভাবাদর্শে উদ্বুদ্ধ গড়পড়তা জনগোষ্ঠীর জীবনের লক্ষ্য যতভাবে পারা যায় নিজের জীবনকে উপভোগ করা।
বিনোদনের নিত্যনতুন উপকরণগুলো কেনার জন্য আরও বেশি টাকা উপার্জন করা। তাদের জীবনের মূল উদ্দেশ্য বিনোদন আর টাকা হচ্ছে তাদের সেই কামনা পূরণের হাতিয়ার। মানুষ আ টাকা আর বিনোদনকে তার উপাস্য হিসেবে গ্রহণ করে পূজা করছে।
সেকুলারিজম বিশ্বাসী এই লোকগুলো তাদের জীবনে থেকে ধর্মকে একেবারেই বাদ দিয়ে দিয়েছে।
নিচে হালাল বিনোদন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | গার্ডিয়ান |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 22.3 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আবু মুআবিয়াহ ইসমাইল কামদার |
অনুবাদঃ | মাসুদ শরীফ |